Astro Tips for 2026

নতুন বছরের প্রথম দিন পাঁচ কাজ করা নিষেধ, না হলে সঙ্গী হবে দুর্ভাগ্য! ২০২৬- এও ভাগ্যের হাল ফেরানো সম্ভব হবে না

নতুন বছর ঘিরে থাকে নানা আশা ও সংকল্প। নতুন বছর শুরুর প্রথম দিন আমরা অনেকেই অনেক পরিকল্পনা করে থাকি। গোটা বছরটা ভাল কাটানোর বাসনাতেই আমরা এগুলো করি।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:৫৭
astrology

—প্রতীকী ছবি।

আর কিছু দিন পরই শুরু নতুন বছর। এই নতুন বছর শুরু মানে যে শুধু পুরনো ক্যালেন্ডার বা পুরনো তারিখ বদলাচ্ছে তা নয়। নতুন বছর শুরু মানেই আমাদের জীবনের একটা নতুন অধ্যায়ের সূত্রপাত। নতুন বছর ঘিরে থাকে নানা আশা ও সংকল্প। নতুন বছর শুরুর প্রথম দিন আমরা অনেকেই অনেক পরিকল্পনা করে থাকি। গোটা বছরটা ভাল কাটানোর বাসনাতেই আমরা এগুলো করি। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এমন অনেক কাজ রয়েছে যা বছরের শুরুর দিনে করতে নেই। সেগুলি করলে দুর্ভাগ্য আসতে খুব একটা সময় লাগে না।

Advertisement

কোন কোন কাজগুলো করতে নেই?

১) বছরের প্রথম দিন খেয়াল রাখতে হবে যেন পরিবারের সদস্যদের মধ্যে কোনও ভাবে ঝামেলা সৃষ্টি না হয়। যেখানে শান্তি সেখানেই মা লক্ষ্মীর কৃপা। তাই এই দিন তর্ক এড়িয়ে চলাই ভাল। শুধু বাড়ির মানুষের সঙ্গে কেন, কারও সঙ্গে ঝগড়া-ঝামেলা না করাই বুদ্ধির কাজ হবে।

২) এই দিন সূর্যদেব উদয় হওয়ার আগে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন। বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা এই দিন বর্জন করুন।

৩) বছরের প্রথম দিন কোনও ভাবেই ছেঁড়া-ফাটা জামাকাপড় পরতে নেই। অন্যের পোশাকও পরা মানা। এই দিন পারলে নতুন অথবা উজ্জ্বল রঙের পরিষ্কার-পরিচ্ছন্ন জামাকাপড় পরুন।

৪) এই দিন টাকা ধার দেওয়া বা নেওয়া, কোনওটাই করতে নেই। কোনও বড় লেনদেন যদি করার থাকে তা হলে আগেই করে নিন বা পরে করলেও করতে পারেন। বছরের প্রথম দিনটা আর্থিক লেনদেন না করাই ভাল বলে মনে করা হচ্ছে।

৫) এই দিন বাড়ি কোনও ভাবেই অন্ধকার করে রাখতে নেই। বিশেষ করে বাড়ির ঈশান কোণ। ঈশান কোণে একটা ছোট আলো সব সময় জ্বালিয়ে রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন