—প্রতীকী ছবি।
হিন্দু ধর্ম মতে দেবী লক্ষ্মী হলেন সুখ ও সমৃদ্ধির দেবী। তিনি যে বাড়িতে থাকেন, সেখান সুখ-শান্তি ও অর্থের কোনও অভাব হয় না। মা লক্ষ্মীর কৃপায় জীবন থেকে সকল দুঃখ-দুর্দশা দূর হয়। তবে যে বাড়িতে নিত্য অশান্তি লেগে থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনও স্থায়ী হন না। তিনি তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে বিদায় নেন। তাই বাড়ির লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে বাড়ির পরিবেশ শান্ত ও পরিষ্কার রাখা আবশ্যিক। দেবী লক্ষ্মীর মন জুগিয়ে চলা গেলে তাঁর আশীর্বাদ প্রাপ্তি ঘটে। বেশ কিছু লক্ষণ দেখলে বোঝা যায় যে মা লক্ষ্মী আমাদের উপর তুষ্ট হয়েছেন। সেই লক্ষণগুলি কী জেনে নিন।
কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন দেবী লক্ষ্মী তুষ্ট হয়েছেন?
১. শাস্ত্রমতে, শঙ্খ দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। যদিও দেবীর পুজোর কাসর-ঘন্টা বাজানো যায় না। কিন্তু শঙ্খের আওয়াজ দেবীর অত্যন্ত পছন্দের। ভোরের দিকে বা সকালবেলা যদি শঙ্খের মধুর ধ্বনিতে ঘুম ভাঙে বা কানে শঙ্খের আওয়াজ ভেসে আসে, তা হলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার উপর তুষ্ট হয়েছেন।
২. ঝাঁটাকে অনেকেই অশুভ জিনিস মনে করেন। সেই ভাবনার উপর বশ করে সেটিকে তুচ্ছ-তাচ্ছিল্যও করে থাকেন। কিন্তু শাস্ত্রমতে, ঝাঁটা হল দেবী লক্ষ্মীর প্রতীক। তাই এটিকে অসম্মান করা উচিত নয়। এতে লক্ষ্মীদেবী রুষ্ট হন। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় কাউকে ঝাঁটা দিতে দেখলে বুঝবেন দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষাতে চলেছে।
৩. খাদ্যাভাসে পরিবর্তন আসাও দেবীর কৃপা লাভের লক্ষণ বলে জানাচ্ছে শাস্ত্র। মদ্যপানের প্রতি অনীহা সৃষ্টি হওয়া বা খাবার নষ্ট করতে না চাওয়ার অর্থ দেবী লক্ষ্মীর কৃপা লাভ হওয়া।
৪. পেঁচা যে দেবী লক্ষ্মীর বাহন তা আমরা কমবেশি সকলেই জানি। কোনও শুভ কাজে যাওয়ার আগে বা হঠাৎ করে পেঁচার দর্শন পাওয়া খুবই ভাল লক্ষণ। এটি ভাগ্যোন্নতির ইঙ্গিত বহন করে আনে বলে বিশ্বাস করা হয়। পেঁচার দেখা পেলে ধনলাভের সম্ভাবনা দেখা যায় বলেও মনে করা হয়।
৫. বাড়িতে থাকা তুলসীগাছে নতুন পাতা গজাতে দেখলেও বুঝতে হবে দেবী লক্ষ্মী প্রসন্ন হয়েছেন। তুলসীগাছের সতেজতাও লক্ষ্মীদেবীর আশীর্বাদের ইঙ্গিত দেয়। এর মানে জীবনে ধন লাভ হতে পারে।