Venus in Sagittarius 2025

বড়দিনের আগেই তিন রাশির জীবনে আসবে ‘বড় দিন’! অর্থকষ্ট দূর করবে শুক্র, মনের দরজায় কড়া নাড়বে প্রেম

কিছু দিন পর শুক্র বৃশ্চিক ছেড়ে পরবর্তী রাশি ধনুতে গমন করবে। শুক্র দ্রুত গতির গ্রহ। তাই এর প্রভাবও কোনও মানুষের জীবনে কম দিন স্থায়ী হয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৬
venus

—প্রতীকী ছবি।

প্রেম ও বিলাসিতার গ্রহ শুক্র। শাস্ত্রমতে, শুক্র শুভ গ্রহ। এই গ্রহের কৃপা যে ব্যক্তির উপর থাকে, তাঁর জীবনে প্রেম ও বৈভবের কোনও অভাব থাকে না। বর্তমানে সেই গ্রহ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। কিছু দিন পর সেটি বৃশ্চিক ছেড়ে পরবর্তী রাশি ধনুতে গমন করবে। শুক্র দ্রুত গতির গ্রহ। তাই এর প্রভাবও কোনও মানুষের জীবনে কম দিন স্থায়ী হয়। তবে সেই ক’দিনেই ব্যক্তির ভাগ্য বদলে যাওয়া সম্ভব। যে কোনও রাশিতে শুক্র কমবেশি এক-দেড় মাস অবস্থান করে। ২০ ডিসেম্বর শুক্র ধনুতে প্রবেশ করবে। এর ফলে রাশিচক্রের তিন রাশির ব্যক্তিরা খুব ভাল ফল পাবেন। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।

Advertisement

কোন তিন রাশির ব্যক্তিরা শুক্রের গোচরের ফলে ভাল ফল পাবেন?

বৃষ: শুক্রের গোচর বৃষ রাশির ব্যক্তিদের জীবনে সুখের সময় বয়ে আনবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। নতুন আয়ের উৎসের সন্ধান পাবেন। কর্মক্ষেত্রে জটিলতা কমবে। ঊর্ধ্বতনের প্রশংসা কুড়োবেন। আটকে থাকা কাজ এক এক করে মিটতে থাকবে। সম্পর্কক্ষেত্রে খুব ভাল ফল পাবেন বৃষ রাশির ব্যক্তিরা। সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন। ফলত আপনাদের বন্ধনের দৃঢ়তা বাড়বে।

তুলা: তুলা রাশির ব্যক্তিরাও শুক্রের গোচরে লাভবান হবেন। তুলা রাশির অধিপতি শুক্র। ফলত এই রাশির ব্যক্তিদের বিশেষ ফল লাভ করা স্বাভাবিক ব্যাপার। জীবনে নানা দিক থেকে সুযোগ-সুবিধা পাবেন। এর ফলে বৈভবে জীবন কাটাতে পারবেন। পৈতৃক সম্পত্তি লাভের সুযোগ দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রেও ভাল ফল পাবেন। সঙ্গীর সঙ্গে হয়ে আসা সকল ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

ধনু: ধনু রাশিতেই প্রবেশ করতে চলেছে শুক্র। এই রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ফলত যে কোনও কাজে সফলতা লাভের সম্ভাবনা দেখা যাবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যে সকল ধনু রাশির ব্যক্তিরা বহু দিন ধরে প্রেমের খোঁজ করেও ব্যর্থ হচ্ছেন, তাঁদের জন্য খুশির খবর নিয়ে আসছে শুক্র। একাকী জীবনে প্রেম কড়া নাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন