Auspicious Dreams

ভোরের স্বপ্ন সব সময় সত্যি না হলেও সেই সময় দেখা পাঁচ স্বপ্ন ভাগ্য বদলানোর ইঙ্গিত দেয়! কী দেখলে খুশি হবেন?

স্বপ্নে দেখা বিভিন্ন জিনিসের অর্থ আমরা বুঝতে পারছি না বলে যে সেটি অর্থহীন এটা ভাবা ঠিক নয়। শাস্ত্রমতে, প্রত্যেক স্বপ্নেরই কিছু না কিছু ব্যাখ্যা রয়েছে। ভোরের স্বপ্নে কিছু জিনিস দেখলে আমাদের ভাগ্য বদলাতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১
dreaming

—প্রতীকী ছবি।

স্বপ্নে দেখা জিনিস নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বিশেষ করে সেই স্বপ্ন যদি ভোরবেলা দেখা হয়, তা হলে আগ্রহ আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। ঘুমের মধ্যে আমরা নানা উদ্ভট জিনিস দেখে থাকি। স্বপ্নে দেখা কিছু জিনিস আমাদের মনে শঙ্কার সৃষ্টি করে, কোনওটা আবার হাসির খোরাক হয়, কিছু জিনিস আমাদের ভাবায়। স্বপ্ন ব্যাপারটাই এ রকম। সেটিকে বিচার করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। স্বপ্নে দেখা বিভিন্ন জিনিসের অর্থ আমরা বুঝতে পারছি না বলে যে সেটি অর্থহীন এটা ভাবা ঠিক নয়। শাস্ত্রমতে, প্রত্যেক স্বপ্নেরই কিছু না কিছু ব্যাখ্যা রয়েছে। ভোরের স্বপ্নে কিছু জিনিস দেখলে আমাদের ভাগ্য বদলাতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র। তালিকায় কোন জিনিসগুলি রয়েছে জেনে নিন।

Advertisement

ভোরের স্বপ্নে কী কী দেখা শুভ?

জলপূর্ণ পাত্র: ভোরের স্বপ্নে জলপূর্ণ পাত্র দেখা বা সেটির কাছে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখা শুভ বলে মনে করা হয়। এটি সমৃদ্ধির ইঙ্গিত দেয়। স্বপ্নে জলপূর্ণ পাত্র দেখতে পেলে বুঝবেন আপনি শীঘ্রই টাকা বা সম্পদ লাভ করতে চলেছেন। এই স্বপ্ন আমাদের অর্থভাগ্য পোক্ত হওয়ার ইঙ্গিত বোঝায়।

ইন্টারভিউ: ভোরবেলা স্বপ্নে যদি নিজেকে কোনও চাকরির ইন্টারভিউ দিতে দেখেন, তা হলে বুঝতে হবে পেশাক্ষেত্রে আপনি কোনও সুখবর পেতে পারেন। মনের মতো চাকরির খোঁজ আসতে পারে। পদোন্নতির সম্ভাবনাও দেখা যায়।

সোনা-রুপো: ভোরের স্বপ্নে সোনা-রুপো দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্বপ্নে এই দুই শুভ ধাতু দেখলে বুঝতে হবে অর্থ লাভ হতে চলেছে। এই স্বপ্ন আর্থিক লাভের ইঙ্গিত দেয়। নতুন আয়ের পথ খুঁজে পাওয়ার বা আয় বৃদ্ধিরও ইঙ্গিত দেয় সোনা-রুপোর স্বপ্ন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বৃদ্ধি পায়।

ভগবান: ভোরবেলা স্বপ্নে ভগবানের দেখা পাওয়া খুবই শুভ। বিশেষ করে দেবী লক্ষ্মী বা বিষ্ণুর দেখা পেলে দুর্দান্ত ফলপ্রাপ্তি ঘটে বলে মনে করা হয়। এটি আগত শুভ দিনের ইঙ্গিত দেয়। বহু দিন ধরে ভগবানের কাছে যদি কিছু চেয়ে থাকেন, এই স্বপ্ন দেখার পর সেটি আপনি পেয়ে যেতে পারেন। শাস্ত্র এমনটাই বলে।

শস্য: ভোরের স্বপ্নে শস্য দেখাও ভাল বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এটি ভাগ্যের মোড় ঘুরে যাওয়ার ইঙ্গিত দেয়। ভোরবেলা স্বপ্নে শস্য দেখার অর্থ হল জীবনের সকল অভাব ঘুচে গিয়ে শুভ সময় শুরু হওয়া।

Advertisement
আরও পড়ুন