ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
নতুন বছর ঘিরে সকলের মনেই নানা আকাঙ্ক্ষা কাজ করে। পুরনো বছরে যা কিছু না পাওয়া রয়ে গিয়েছে, নতুন বছরে সে সকল শখ পূরণের উদ্যম নিয়ে আমরা নতুন বছর শুরু করে থাকি। কিন্তু ইচ্ছা থাকলেই সর্বদা ভাগ্য আমাদের সঙ্গ দেয় না। তাই শেষে গিয়ে ইচ্ছেও আর পূরণ করা হয় না। কখনও টাকার সমস্যায় আটকে যেতে হয়, কখনও আবার পারিপার্শ্বিক কোনও কিছুই আমাদের সঙ্গে থাকে না। তাই নিজের আকাঙ্ক্ষা ও লক্ষ্যগুলি থেকে আমরা দূরে সরে যাই। কোন বছর কার কেমন কাটবে সেটির অনেকটাই নির্ভর করে উক্ত মানুষের ভাগ্যের উপর। আমাদের সঙ্গে ভাল হবে না খারাপ সেই ইঙ্গিত আমরা বিশ্বসংসারের থেকে পেয়ে থাকি। কিন্তু জানা থাকে না বলে বুঝতে পারি না। শাস্ত্র জানাচ্ছে, বছরের প্রথম দিন, অর্থাৎ পয়লা জানুয়ারি আশপাশে পাঁচ জিনিস দেখতে পেলে বা শুনতে পেলে নিজেকে সৌভাগ্যবান মনে করতে হবে। এর অর্থ বছরটা ভাল কাটবে।
বছরের প্রথম দিন কোন জিনিসগুলি দেখা বা শোনা শুভ?
ঘণ্টার ও শঙ্খের ধ্বনি শুনতে পাওয়া: শাস্ত্রমতে, ঘণ্টার ধ্বনি বা শঙ্খের ধ্বনি দিনের যে কোনও সময়ই কানে ভেসে আসা শুভ। এই দুই ধ্বনি যদি নতুন বছরের প্রথম দিন সকালে শুনতে পান, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর, তা হলে নিজেকে সৌভাগ্যবান মনে করুন। এর অর্থ বছরটা আপনার খুব শুভ কাটতে চলেছে। দৈবশক্তির কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকবে।
গরু: বছরের প্রথম দিন বাড়ি থেকে বেরোনোর সময় যদি গরু দেখতে পান, সেই লক্ষণও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এর অর্থ এই বছর আর্থিক দিক থেকে আপনি সুখী হবেন। গরুর দেখা পেলে তাকে রুটি না খাইয়ে বিদায় জানাবেন না।
টাকা: ঘুম থেকে উঠেই বা বাড়ি থেকে বেরোনোর সময় টাকা দেখতে পাওয়ার শুভ। পয়লা জানুয়ারিতে এমন কিছু হলে তৎক্ষণাৎ দেবী লক্ষ্মীর নাম স্মরণ করুন। এটি অর্থ ও সম্পত্তি লাভের ইঙ্গিত দেয়। ২০২৬-এ আপনার সঙ্গে এমন কিছু ঘটতে পারে যার ফলে আপনার ভাগ্য বদলে যাবে।
গাছে নতুন পাতা বা ফুল জন্মাতে দেখা: বাড়িতে থাকা গাঁদাগাছটি প্রবল ঠান্ডাতেও ফুল দিচ্ছে না, কিন্তু বছরের প্রথম দিন ঘুম ভেঙে দেখলেন তাতে ফুল ধরেছে। এটি কোনও স্বাভাবিক বিষয় না-ও হতে পারে। শাস্ত্রমতে, গাছে নতুন ফুল বা পাতা গজিয়ে ওঠা জীবনে শুভ শক্তির ইঙ্গিত বহন করে আনে। বছরের প্রথম দিন এই দৃশ্য দেখা মানে সারা বছর আনন্দে কাটতে চলেছে।
জীবন্ত মাছ: বছরের প্রথম দিন ঘুম থেকে উঠেই চোখ যদি কোনও কারণ ছাড়াই অ্যাকোরিয়ামের দিকে চলে যায়, তা হলে বুঝবেন বছরটা ভাল কাটতে চলেছে। এই দিন জীবন্ত মাছ দেখতে পাওয়াও শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্যের ইঙ্গিত দেয়। পুরনো বছরের কোনও অমীমাংসিত কাজ এই বছর মিটে যেতে পারে।