ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
প্রায় প্রতিটি বিবাহিত পুরুষের জীবনেই স্ত্রীর অবদান অতুলনীয়। সেই কারণে তাঁদের অর্ধাঙ্গিনীর তকমা দেওয়া হয়। স্বামীর প্রতিটি জিনিস গুছিয়ে রাখা থেকে শুরু করে, তাঁর শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখা, স্ত্রীরা সবটাই করে থাকেন মুখে একগাল হাসি নিয়ে। স্বামীর সৌভাগ্যেও অবদান থাকে স্ত্রীর। সেই কারণেই বিয়ের আগে কোষ্ঠী মিলিয়ে দেখার চল রয়েছে। স্বামীর সঙ্গে স্ত্রীর জন্মছকে ভাল মিল থাকলে, সেই স্ত্রী স্বামীকে জীবনে নানা ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেন বলে বিশ্বাস করা হয়। নতুন বছরে তিন রাশির মহিলারা তাঁদের স্বামীর জীবনে সৌভাগ্য বয়ে আনবেন বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।
কোন তিন রাশির মহিলাদের কথা বলা হচ্ছে?
কর্কট: নতুন বছরে কর্কট রাশির জাতিকারা স্বামীর জীবনে সুখের সময় বয়ে নিয়ে আসবেন। ব্যবসার ক্ষেত্রে সাহায্য করতে পারবেন। যে কোনও জটিল সমস্যার সহজ সমাধান কর্কট রাশির বিবাহিত মহিলাদের থেকে তাঁদের স্বামী পেয়ে যাবেন। স্বামীর মানসিক অস্থিরতা কমিয়ে, তাঁদের সঠিক পথে চালনা করতে সক্ষম হবেন কর্কট রাশির জাতিকারা।
সিংহ: সূর্যের রাশি সিংহের জাতিকারা তাঁদের স্বামীকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবেন। স্বামীকে যে কোনও সমস্যার মধ্যে থেকে বার করে আনতে সাহায্য করবেন এই রাশির বিবাহিত মহিলারা। তাঁদের কথামতো কাজ করলে উন্নতির পথ প্রশস্ত হবে। কঠিন সময়েও স্বামীকে সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন সিংহ জাতিকারা।
কুম্ভ: কুম্ভ রাশির মহিলারাও স্বামীর জীবনে আশীর্বাদ রূপে নেমে আসবেন। স্বামীর জীবনে নিয়মানুবর্তিতা আনতে সক্ষম হবেন এঁরা। ফলত, যে কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন। ভালবাসায় ভরিয়ে রাখবেন। কুম্ভ রাশির বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দরকারটা বুঝবেন এবং সেই অনুযায়ী সমাধানও দেবেন। ফলত তাঁদের উপস্থিতিতে স্বামীর জীবন অনেক সহজ হয়ে উঠবে।