Lucky Mulank of 2026

কর্মক্ষেত্রে ফুলেফেঁপে উঠবেন, শ্রীবৃদ্ধি হবে ব্যবসারও! রবির বছরে সোনার মতো চমকাবেন পাঁচ জন্মসংখ্যার ব্যক্তিরা

সূর্যের বছর হওয়ার কারণে ২০২৬-এ কিছু জন্মসংখ্যার ব্যক্তিরা খুব ভাল ফল পাবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে সে সকল জন্মসংখ্যার জাতক-জাতিকারা দারুণ নাম করবেন বলে মনে করা হচ্ছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৩০
sun

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে কোনও বছরের উপর কোনও না কোনও গ্রহের প্রভাব থাকে বলে মনে করা হয়। সেই অনুযায়ী বিচার করলে, সংখ্যাতত্ত্ব মতে ২০২৬ হল সূর্যের বছর। সূর্য অগ্নিকারক গ্রহ। ২০২৫-এর উপর প্রভাব ছিল মঙ্গলের। মঙ্গলও অগ্নিকারক গ্রহ। সেই কারণে দুই বছরের মধ্যে কিছু না কিছু সাদৃশ্য থাকতে দেখা যাবে। সূর্যের বছর হওয়ার কারণে ২০২৬-এ কিছু জন্মসংখ্যার ব্যক্তিরা খুব ভাল ফল পাবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে সে সকল জন্মসংখ্যার জাতক-জাতিকারা দারুণ নাম করবেন বলে মনে করা হচ্ছে। ব্যবসার সঙ্গে যুক্তদের জন্যও নতুন বছরটি শুভ হতে চলেছে।

Advertisement

কোন জন্মসংখ্যার ব্যক্তিদের ভাল যাবে ২০২৬?

১: ১ জন্মসংখ্যার ব্যক্তিদের উপর সূর্যের কৃপা থাকে। ফলত ২০২৬-এ এঁরা রবির বিশেষ কৃপা পাবেন সেটা বলাই বাহুল্য। কর্মক্ষেত্রে এই সকল জাতক-জাতিকারা দারুণ সুযোগ পেতে পারেন। পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। নতুন দায়িত্বের ভার আপনার উপর আসতে পারে, এর ফলে পেশার ক্ষেত্রে অগ্রগতিতে সুবিধা হবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও দারুণ লাভের মুখ দেখতে পাবেন।

৩: যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ৩, তাঁরাও ২০২৬-এ খুব ভাল ফল পাবেন। পেশার ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। ঊর্ধ্বতনেরা আপনার কাজের প্রশংসা করবেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা চোখ বুজে বিনিয়োগ করতে পারেন। দ্বিগুণ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। ২০২৬ ৩ জন্মসংখ্যার ব্যক্তিদের পেশার দিক থেকে সুখে ভরিয়ে রাখবে।

৫: ২০২৬-এ ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের পেশাজীবনে গতি আসবে। যাঁরা বহু দিন ধরে চাকরির খোঁজ করছেন, তাঁরা নতুন চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রে সন্তুষ্টি পাবেন। মনের মতো কাজ করার সুযোগ মিলবে। ব্যবসাও ভাল চলবে। নতুন যোগাযোগ স্থাপনের সুযোগ পাবেন, যা আপনার ব্যবসা বৃদ্ধিতে কাজে আসবে।

৬: ৬ জন্মসংখ্যার ব্যক্তিরাও ২০২৬-এ কর্মক্ষেত্রে দারুণ ফল পেতে পারেন। মনের মতো চাকরির সন্ধান পেতে পারেন। সংবাদমাধ্যম, শিল্প ও প্রসাধনীর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ ভাল ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে বাকিরাও পরিশ্রমের ফল পাবেন। নতুন বছরে কাজ সংক্রান্ত বিষয়ে আপনাদের আর হতাশ হতে হবে না।

৯: নতুন বছরে কর্মক্ষেত্রে ফুলেফেঁপে উঠবেন ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এই জন্মসংখ্যার ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কাজে তার প্রভাব দেখা যাবে। কঠিন সিদ্ধান্ত নিতেও অসুবিধা হবে না। কাজের প্রতি নিষ্ঠা বৃদ্ধি পাবে। ফলত পদোন্নতি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ভাল ফল পাবেন।

Advertisement
আরও পড়ুন