Mobile Tower Installation

ছত্তীসগঢ়ের মাওবাদী উপদ্রুত এলাকায় ৪০০০ মোবাইল টাওয়ার বসাবে বিএসএনএল, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

ছত্তীসগঢ়ের মাওবাদী উপদ্রুত এলাকায় টেলি যোগাযোগকে আরও উন্নত করে তুলতে ৪০০০ মোবাইল টাওয়ার বসাবে বিএসএনএল। রবিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম এবং গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্রশেখর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ২০:২৪
ছত্তীসগঢ়ের মাওবাদী উপদ্রুত এলাকায় ৪০০০ মোবাইল টাওয়ার বসাবে বিএসএনএল।

ছত্তীসগঢ়ের মাওবাদী উপদ্রুত এলাকায় ৪০০০ মোবাইল টাওয়ার বসাবে বিএসএনএল। —প্রতীকী চিত্র।

ছত্তীসগঢ়ের মাওবাদী উপদ্রুত এলাকায় টেলি যোগাযোগকে আরও উন্নত করে তুলতে ৪০০০ মোবাইল টাওয়ার বসাবে বিএসএনএল। রবিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম এবং গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্রশেখর।

Advertisement

কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির হালহকিকত খতিয়ে দেখতে তিন দিনের সফরে ছত্তীসগঢ়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। রবিবার ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। বৈঠকে গ্রামোন্নয়ন, টেলিকমমন্ত্রকের আধিকারিকেরাও ছিলেন বিএসএনএল-এর কয়েক জন উচ্চপদস্থ আধিকারিক। বৈঠকের পর চন্দ্রশেখর বলেন, “ছত্তীসগঢ়ের মাওবাদী উপদ্রুত এবং প্রান্তিক এলাকাগুলিতে ডিজিটাল সংযোগ আরও বৃদ্ধি করার লক্ষ্যে বিএসএনএল-এর ৪০০০ মোবাইল টাওয়ার বসানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।”

মন্ত্রী জানিয়েছেন, বিএসএনএল গোটা দেশে ভাল মানের ফোর জি পরিষেবা দিয়ে থাকে। কেন্দ্রের পরিকল্পনার কথা জানিয়ে চন্দ্রশেখর বলেন, “দেশের প্রান্তিকতম গ্রামেও ডিজিটাল সংযোগ পৌঁছে দেওয়া হবে।” মাওবাদী উপদ্রুত এলাকায় নতুন টাওয়ার বসানো হলে সেখানকার স্কুলের পড়ুয়ারা উপকৃত হবে বলে আশা প্রশাসনের। সে ক্ষেত্রে মাওবাদীদের আরও কোণঠাসা করতেও সহায়ক হবে উন্নত প্রযুক্তি। টাওয়ার বসাতে ইতিমধ্যেই নিরাপত্তা আধিকারিক এবং বন বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

বস্তুত, আগামী মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ অবস্থায় ছত্তীসগঢ়ের মাওবাদী উপদ্রুত বস্তার ডিভিশনের জেলাগুলিতে ধারাবাহিক ভাবে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তাতে সংগঠনের শীর্ষস্তরের নেতা-নেত্রী-সহ দুই শতাধিক মাওবাদী নিহত হয়েছেন। আত্মসমর্পণও করেছেন হাজারের বেশি মাওবাদী। চলতি বছরে ছত্তীসগঢ়ে এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২২৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধু বস্তার ডিভিশনেই ২০৮ জন মাওবাদী নিহত হয়েছেন।

Advertisement
আরও পড়ুন