Andhra Bus Accident

পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস! অন্ধ্রে মৃত অন্তত ন’জন, আহত অনেকে

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের চিত্তুর থেকে তেলঙ্গানার ভদ্রাচলমের শ্রীরাম মন্দিরে যাচ্ছিল বাসটি। তাতে ৩৫ জন যাত্রী ছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভোরের দিকে কুয়াশা ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:১১
দুর্ঘটনাগ্রস্ত সেই বাস। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনাগ্রস্ত সেই বাস। ছবি: সংগৃহীত।

পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আলুরি জেলায় তুলসীপাকালু গ্রামের কাছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ন’জন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

অন্ধ্রপ্রদেশের বাস দুর্ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, আহতদের চিকিৎসার যাতে কোনও রকম সমস্যা না হয় এবং তাঁদের যাতে দ্রুত চিকিৎসা করানো হয়, রাজ্য প্রশাসনকে সে বিষয়টি দেখতে বলেছেন মোদী। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। আহতদের এবং নিহতদের পরিবারগুলিকে সব রকম ভাবে সহযোগিতা করার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের চিত্তুর থেকে তেলঙ্গানার ভদ্রাচলমের শ্রীরাম মন্দিরে যাচ্ছিল বাসটি। তাতে ৩৫ জন যাত্রী ছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভোরের দিকে কুয়াশা ছিল। দৃশ্যমানতা কম থাকায় চালক রাস্তা বুঝে উঠতে পারেননি। বাঁক নেওয়ার সময়েই দুর্ঘটনা ঘটে।

Advertisement
আরও পড়ুন