Operation Sindoor

‘অপারেশন সিঁদুর’ নিয়ে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে আলোচনা সেনা সর্বাধিনায়কের, বৈঠকে তিন বাহিনীর প্রধানেরাও

মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও বৈঠক করেছিলেন সিডিএস এবং তিন সশস্ত্র বাহিনীর প্রধানেরা। রাজনাথের দিল্লির বাসভবনে বৈঠক হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৪:১৫
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে সেনা সর্বাধিনায়ক এবং তিন বাহিনীর প্রধানেরা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে সেনা সর্বাধিনায়ক এবং তিন বাহিনীর প্রধানেরা। ছবি: এক্স (সাবেক টুইটার)।

ভারত-পাক সংঘর্ষবিরতি-পরবর্তী পরিস্থিতির বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানালেন সেনা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান। বুধবার এই বৈঠকে উপস্থিতি ছিলেন ভারতীয় বায়ুসেনা, নৌবাহিনী এবং স্থলবাহিনীর প্রধানেরাও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রাষ্ট্রপতিকে ‘অপারেশন সিঁদুর’ এবং তার পরবর্তী পরিস্থিতির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন তাঁরা।

Advertisement

রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, বুধবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে আলোচনায় বসেন সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) অনিল চৌহান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, স্থলবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং এয়ার চিফ মার্শাল এপি সিংহ। সংবাদ সংস্থা সূত্রে খবর, বৈঠকে পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর ভারতের প্রত্যাঘাতী হামলার সাফল্য, তিন সশস্ত্র বাহিনীর বীরত্ব এবং অসম সাহসিকতার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও বৈঠক করেছিলেন সিডিএস এবং তিন সশস্ত্র বাহিনীর প্রধানেরা। রাজনাথের দিল্লির বাসভবনে বৈঠক হয়।

Advertisement
আরও পড়ুন