NDA Government

জীবনহানিতে প্রশ্নের মুখে কেন্দ্রের প্রকল্প

কংগ্রেস নেতা প্রধান পবন খেরা বলেন, ‘‘মানুষের রোজকার সমস্যার সমাধানে ব্যর্থ বলেই মোদী সরকার আজগুবি সমস্ত বিষয়ে গোটা দেশকে ব্যস্ত করে রাখে।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৮:০২
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

প্রথমে মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানীয় জল থেকে ১৮ জনের মৃত্যু। তার পরে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতের আমদাবাদে বহু মানুষের অসুস্থতা। এ বার উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা। সেখানে বাসিন্দাদের একাংশও বমি-পেটখারাপে ভুগছেন। উঠেছে পানীয় জলে নর্দমার জল মেশার অভিযোগ।

একের পর এক বিজেপি-শাসিত রাজ্যে পানীয় জলে দূষণ এবং তার ফলে সাধারণ মানুষের অসুস্থতা নরেন্দ্র মোদী সরকারের দু’টি বড় মাপের প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে দিল। এক, জল জীবন মিশন। যে প্রকল্পের মাধ্যমে মোদী সরকার গোটা দেশে নলবাহিত বিশুদ্ধ জল পৌঁছনোর দাবি করেছে। দুই, স্বচ্ছ ভারত। যে প্রকল্পে পরপর আট বার স্বচ্ছতম শহর হয়েছিল ইন্দোর। কংগ্রেস নেতা প্রধান পবন খেরা বলেন, ‘‘মানুষের রোজকার সমস্যার সমাধানে ব্যর্থ বলেই মোদী সরকার আজগুবি সমস্ত বিষয়ে গোটা দেশকে ব্যস্ত করে রাখে।’’

খেরার অভিযোগ, ইন্দোরে বিজেপির ‘ট্রিপল ইঞ্জিন’— কেন্দ্র, রাজ্যের সঙ্গে পুরসভাতেও বিজেপি। তার পরেও প্রশাসনিক ব্যর্থতায় ১৮ জনের মৃত্যু হয়। অথচ কেন্দ্রই ইন্দোরকে আট বার ‘স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা’-য় স্বচ্ছতম শহরের তকমা দিয়েছে। আর এই শহরেই পরিশ্রুত পানীয় জল জোগাতে পারেনি তারা।

আরও পড়ুন