IG Recruitment

কেন্দ্রের আইজি স্তরে নিয়োগে নিয়ম বদল! কেন্দ্রের অধীনেই ডিআইজি বা এসপি পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক

কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য, তা-ও নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, ২০১১ সালের ব্যাচের আইপিএসদের থেকেই নয়া নিয়ম প্রযোজ্য হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২১:০৯
Centre amends IPS empanelment guidelines

কেন্দ্রের আইজি স্তরে নিয়োগের নিয়মে বদল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কেন্দ্রীয় সরকারের কোনও আইজি বা সমমর্যাদা পদে নিয়োগের নিয়মে বদল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে নতুন নিয়মের কথা জানানো হয়েছে সব রাজ্যের মুখ্যসচিবকে। যদি কেন্দ্রের আইজি বা সমমর্যাদা পদে কাউকে কাজ করতে হয়, তবে অবশ্যই কেন্দ্রীয় সরকারের অধীনে তাঁকে ডিআইজি বা পুলিশ সুপার হিসাবে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে!

Advertisement

কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য, তা-ও নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, ২০১১ সালের ব্যাচের আইপিএসদের থেকেই নয়া নিয়ম প্রযোজ্য হবে। কেন এই নিয়মে বদল? অনেকের মতে, কেন্দ্রীয় সরকারের হয়ে কাজের অভিজ্ঞতা ছাড়া কেউ যদি কেন্দ্রের ডিআইজি বা সমমর্যাদা পদে আসীন হন, তবে সমন্বয়ের সমস্যা দূর করতেই নয়া নিয়ম। অনেকে আবার এ-ও বলছেন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (সিএপিএফ) বা কেন্দ্রীয় পুলিশ সংস্থায় এসপি বা ডিআইজির ঘাটতি পূরণ করতেই নয়া নির্দেশিকা।

রাজ্য সরকারের অধীনের কর্মরত আইপিএস অফিসারেরা আর সরাসরি কেন্দ্রের কোনও আইজি বা সমতুল্য কোনও পদে নিয়োগ হবে না। রাজ্যে কাজ করার অভিজ্ঞতা থাকলেও কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করলে মিলবে আইজি হওয়ার সুযোগ!

নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, কেন্দ্রীয় ডেপুটেশনে অন্তত দু’বছর ডিআইজি বা এসপি বা সমতুল্য পদে কাজ করার পরই তিনি কেন্দ্রীয় পুলিশের কোনও পদে আইজি হতে পারবেন। অনেকের মতে, কোনও আইপিএস যদি কেন্দ্রের অধীনে আইজি বা সমতুল্য কোনও পদে কাজ করতে ইচ্ছুক হন, তবে তাঁরা প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের অধীনে কোনও উচ্চপদে কাজ করতে চাইবেন।

Advertisement
আরও পড়ুন