Operation Sindoor

পাকিস্তান-চিনের কাছে ভারত ‘হেরে গিয়েছে’! সেনাকর্তাকে ‘উদ্ধৃত’ করে দাবি, একটি শব্দে জবাব দিল মোদী সরকার

পাকিস্তানের সঙ্গে ইলেক্ট্রনিক প্রযুক্তি যুদ্ধে এবং চিনের সঙ্গে গোয়েন্দাতথ্য যুদ্ধে হেরে গিয়েছে ভারত! এই মর্মে প্রচার চলেছে সমাজমাধ্যমে। প্রমাণ হিসাবে ‘উদ্ধৃত’ করা হচ্ছে ভারতের উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৭:১৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাকিস্তানের সঙ্গে ইলেক্ট্রনিক প্রযুক্তি যুদ্ধে এবং চিনের সঙ্গে গোয়েন্দাতথ্য যুদ্ধে হেরে গিয়েছে ভারত! এই মর্মে প্রচার চলেছে সমাজমাধ্যমে। প্রমাণ হিসাবে ‘উদ্ধৃত’ করা হচ্ছে ভারতের উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহকে। তা নিয়েই এ বার মুখ খুলল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

সমাজমাধ্যমে যে পোস্ট ছড়িয়ে পড়েছে, তাতে উপ-সেনাপ্রধানের ছবি ব্যবহার করা হয়েছে। লেখা হয়েছে, ‘‘ভারতের শীর্ষ সেনাকর্তা বলেছেন, ইলেক্ট্রনিক প্রযুক্তি যুদ্ধ ও গোয়েন্দাতথ্য যুদ্ধে পাকিস্তান এবং চিন চমকে দিয়েছে। ভারতকে হারাতে চিনা প্রযুক্তি বড় ভূমিকা পালন করেছে।’’ কোন যুদ্ধ, সে কথা সমাজমাধ্যমের কোনও পোস্টেই স্পষ্ট করে বলা নেই। তবে অনুমান, ওই পোস্টে অপারেশন সিঁদুরের দিকেই ইঙ্গিত করা হচ্ছে।

এ রকম কিছু পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৎপর হয় কেন্দ্র। তারা জানায়, ওই তথ্য সম্পূর্ণ ভুয়ো। সরকার নিয়ন্ত্রিত প্রচারমাধ্যম ‘প্রেস ইনফর্মেশন বুরো’ (পিআইবি) থেকে জানানো হয়, সমাজমাধ্যমে যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘সমাজমাধ্যমে কিছু পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে যে, উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ বলেছেন, ইলেক্ট্রনিক প্রযুক্তি যুদ্ধ ও গোয়েন্দাতথ্য যুদ্ধে পাকিস্তান এবং চিন চমকে দিয়েছে। ভারতকে হারাতে চিনা প্রযুক্তি বড় ভূমিকা পালন করেছে।’ এই দাবি অসত্য। উপ-সেনাপ্রধান কখনওই এ ধরনের কথা বলেননি।’’

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

প্রসঙ্গত, গত সপ্তাহে লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ একটি সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রে চিনা প্রভাব নিয়ে কিছু কথা বলেছিলেন। সেনাকর্তা জানিয়েছিলেন, ইসলামাবাদের যত সামরিক সরঞ্জাম রয়েছে, তার ৮১ শতাংশ আসে পাকিস্তান থেকে। সেনাকর্তার কথায়, ‘‘চিন তাদের অস্ত্রশস্ত্র পাকিস্তানে পরীক্ষা করে। পাকিস্তান এখন ওদের কাছে গবেষণাগার হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে আলোচনার সময় পাকিস্তানের ডিজিএমও বলেছিলেন যে, তাঁরা জানেন, ভারতের ক্ষেপণাস্ত্র তাঁদের দিকে তাক করা রয়েছে। এই তথ্য চিনের থেকেই পেয়েছিল পাকিস্তান।’’

Advertisement
আরও পড়ুন