Centre on DA-Basic Salary Merger

মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই! লোকসভায় জানিয়ে দিল নির্মলার মন্ত্রক

সম্প্রতি একাধিক কর্মচারী সংগঠন মহার্ঘ ভাতার ৫০ শতাংশ মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল। সে ক্ষেত্রে মূল বেতনের পরিমাণ বাড়ত। আর পরবর্তী অর্থ কমিশন কার্যকর হলে সেই বর্ধিত বেতন অনুসারেই ডিএ-র পরিমাণ নির্ধারিত হত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:০৭
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ)-র সঙ্গে মূল বেতন (বেসিক পে)-কে জুড়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। সোমবার লোকসভায় এমনটাই জানিয়েছে নির্মলা সীতারমণের অর্থ মন্ত্রক। বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার পর সোমবার লোকসভায় লিখিত জবাব দেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজা মুন্ডে।

Advertisement

লিখিত জবাবে জানানো হয়েছে, মহার্ঘ ভাতার সঙ্গে মূল বেতনকে মিশিয়ে দেওয়ার কোনও প্রস্তাব সরকারের কাছে আসেনি। তাই কেন্দ্র এখন বিষয়টি বিবেচনার মধ্যে রাখছে না। একই সঙ্গে বলা হয়েছে, মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে কর্মচারীদের সুরক্ষিত রাখতে সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক অনুসারে ছ’মাস অন্তর ডিএ-র পরিমাণ নির্ধারণ করা হয়।

সম্প্রতি একাধিক কর্মচারী সংগঠন মহার্ঘ ভাতার ৫০ শতাংশ মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল। সে ক্ষেত্রে মূল বেতনের পরিমাণ বাড়ত। আর পরবর্তী অর্থ কমিশন কার্যকর হলে সেই বর্ধিত বেতন অনুসারেই ডিএ-র পরিমাণ নির্ধারিত হত। কর্মচারী সংগঠনগুলি এই দাবি জানানোর পর কেন্দ্র কী পদক্ষেপ করে, তা নিয়ে কৌতূহল ছিল। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই অর্থ মন্ত্রক জানিয়ে দিল, এখনই ডিএ এবং মূল বেতনকে জুড়ে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে না তারা।

অক্টোবর মাসেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ করা শর্তাবলি (টার্মস অফ রেফারেন্স) পেশে সম্মতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। ২০২৬ সালের ১ জানুয়ারি কার্যকর হতে চলেছে অষ্টম বেতন কমিশন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১৮ মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা করবে বিচারপতি (অবসরপ্রাপ্ত) রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের (অন্য দুই সদস্য পুলক ঘোষ সদস্য এবং পঙ্কজ জৈন) কমিশন। ২০২৬ সালে থেকেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো। এর ফলে ৫০ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন বলে তাঁর দাবি। সেই সঙ্গে লাভবান হবেন প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী।

Advertisement
আরও পড়ুন