ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। ফাইল চিত্র।
নিয়মিত পরিদর্শন, পরিদর্শন এবং জেলা সফরের সময় মন্ত্রী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের গার্ড অফ অনার দেওয়ার ঔপনিবেশিক যুগের রীতি বাতিল করল ছত্তীসগঢ়ের বিজেপি সরকার।
বিজেপি শাসিত ওই রাজ্যের স্বরাষ্ট্র দফতর বৃহস্পতিবার এ সংক্রান্ত বিদ্যমান নিয়ম সংশোধন করে একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছে। উপ-মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মার তৎপরতার জেরেই ব্রিটিশ প্রথা বাতিলের এই পদক্ষেপ বলে প্রশাসন সূত্রের খবর।
ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের সরকার জানিয়েছে, দীর্ঘ দিন ধরে প্রচলিত প্রোটোকল পর্যালোচনা করার পরেই এই পদক্ষেপ। গার্ড অফ অনার প্রথা বাতিলের উদ্দেশ্য পুলিশবাহিনীকে অকার্যকর আনুষ্ঠানিক দায়িত্ব থেকে মুক্ত করা এবং আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং জনসেবার জন্য আরও কার্যকরী করে তোলা।