— প্রতীকী চিত্র।
রাস্তায় কোনও মহিলার হাত ধরে টানা, তাঁকে ‘ভালবাসি’ বলা, সেই মহিলার শালীনতা ভঙ্গ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে জানাল ছত্তীসগঢ় হাই কোর্ট। একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন বিচারপতি নরেশকুমার চন্দ্রবংশী।
মামলাটিতে অভিযুক্ত ব্যক্তি ঘটনার সময়ে ১৯ বছর বয়সি ছিল। অভিযোগ, নিগৃহীত মেয়েটি স্কুল থেকে ফেরার সময়ে তার হাত ধরে ওই যুবক। তার পরে কাছে টেনে ‘আই লাভ ইউ’ বলে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন আইনে ও সেই সঙ্গে পকসো আইনে মামলা রুজু হয়। নিম্ন আদালত ওই যুবককে দোষী সাব্যস্ত করে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। ওই রায়ের বিরুদ্ধে ছত্তীসগঢ় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল যুবক। এ দিন হাই কোর্টের রায়ে বলা হয়েছে, ‘‘এই মামলায় আবেদনকারী শুধুমাত্র নিগৃহীতার হাত ধরেনি, তাকে টেনে ধরে ‘আই লাভ ইউ’ বলেছে। একটি অল্পবয়সি ছেলের এই ধরনের ব্যবহার, বিশেষ করে কোনও গ্রাম্য এলাকায়... খুবই আপত্তিকর।’’ রায়ে আরও বলা হয়েছে, ‘‘অতএব, আবেদনকারীর এই ধরনের কাজ ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৪ ধারায় পড়ে।’’
ছত্তীসগঢ় হাই কোর্ট এর পরে জানিয়েছে, নিম্ন আদালতের রায়ই বহাল থাকবে। তবে যে হেতু ঘটনার সময়ে যুবক ১৯ বছর বয়সি ছিল ও হাতে ধরে টানা ছাড়া আর কিছু করেনি, তিন বছরের সশ্রম কারাদণ্ড কমিয়ে সেটা এক বছর করা হয়েছে। ওই যুবক এখন জামিনে মুক্ত রয়েছে। তাকে অবিলম্বে নির্দিষ্ট আদালতের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে এবং কারাদণ্ডের বাকি মেয়াদ পূরণ করতে বলা হয়েছে।