Judicial Activism

‘যেন বিচারবিভাগীয় সন্ত্রাসে পরিণত না হয়’, বিচারবিভাগের সক্রিয়তা নিয়ে সতর্কবাণী শোনালেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জানিয়েছেন, দেশে বিচারবিভাগের সক্রিয়তার প্রয়োজন রয়েছে। কারণ, অন্য দুই সাংবিধানিক কাঠামো সব সময় নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২৩:২১
প্রধান বিচারপতি বিআর গবই।

প্রধান বিচারপতি বিআর গবই। — ফাইল চিত্র।

বিচারবিভাগের ‘সক্রিয়তা’ নিয়ে এ বার সতর্কবাণী শোনালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই। তাঁর কথায়, ‘‘বিচারবিভাগের সক্রিয়তা যেন বিচারবিভাগীয় অভিযান বা বিচারবিভাগীয় সন্ত্রাসবাদে পরিণত না হয়।’’

Advertisement

তবে সেই সঙ্গেই প্রধান বিচারপতি জানিয়েছেন, দেশে বিচারবিভাগের সক্রিয়তার প্রয়োজন রয়েছে। কারণ, অন্য দুই সাংবিধানিক কাঠামো সব সময় নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে না। তাঁর কথায়, ‘‘যেখানে আইনসভা বা প্রশাসন দেশের নাগরিকদের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, সেখানে দেশের সাংবিধানিক আদালত, তা হাই কোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, হস্তক্ষেপ করতে বাধ্য।’’

কিন্তু সেই ‘হস্তক্ষেপ’ যাতে কোনও ভাবেই বিচারবিভাগের ‘অভিযান বা সন্ত্রাসে’ পরিণত না-হয় না নিশ্চিত করা প্রয়োজন বলে জানান প্রধান বিচারপতি। এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এফআই রেবেলোর লেখা বই, ‘আওয়ার রাইটস: অ্যাসেস অন ল, জাস্টিস অ্যান্ড দ্য কনস্টিটিউশন’-এর প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি জানান, ‘‘বিচারপতিদের সক্রিয়তার সীমা কতটুকু থাকা উচিত, আমার মনে হয় তিনি (বইয়ের লেখক) খুব স্পষ্ট ভাবে তা ব্যাখ্যা করেছেন।’’

Advertisement
আরও পড়ুন