আবার গুজরাত, ঝগড়ার মাঝেই ছুরি দিয়ে সহপাঠীকে কোপাল অষ্টম শ্রেণির পড়ুয়া!

দিন তিনেক আগে গুজরাতের অহমদাবাদের খোকরা এলাকার একটি স্কুলে সহপাঠীর ছুরির আঘাতে মৃত্যু হয় দশম শ্রেণির এক পড়ুয়ার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার দুই স্কুলপড়ুয়ার বচসায় রক্তারক্তি কাণ্ড।

Advertisement
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১০:২৬
Class 8 student in Gujarat infected by his fellow mate

গুজরাতে সহপাঠীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক পড়ুয়ার বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার গুজরাতে সহপাঠীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাতের বানাসিনোর জেলায়। অভিযোগ, অষ্টম শ্রেণির এক পড়ুয়ার হাতে জখম হল তার সহপাঠী।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, স্কুলের মধ্যেই কোনও কারণে বচসা বাধে দুই পড়ুয়ার মধ্যে। অন্য পড়ুয়ারা তাদের সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অভিযোগ, বচসার মাঝে আচমকা এক পড়ুয়া পকেট থেকে ছুরি বার করে সহপাঠীর উপর হামলা করে। বার কয়েক কোপানো হয়। পেটে এবং হাতে গুরুতর চোট পায় ওই পড়ুয়া। স্কুল কর্তৃপক্ষ দ্রুত রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসা চলছে তার। তবে ঝগড়া এবং হামলার নেপথ্যে আসল কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। জখম ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, দিন তিনেক আগে গুজরাতের অহমদাবাদের খোকরা এলাকার একটি স্কুলে সহপাঠীর ছুরির আঘাতে মৃত্যু হয় দশম শ্রেণির এক পড়ুয়ার। গত মঙ্গলবার ওই স্কুলের অষ্টম ও দশম শ্রেণির ওই দুই পড়ুয়া নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিল। ধীরে ধীরে তা হাতাহাতিতে গড়ায়। সেই সময়েই দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে খুন করে অষ্টম শ্রেণির পড়ুয়া।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্কুলে। স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। স্কুলের প্রিন্সিপাল এবং স্কুলকর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। দাবি, পুলিশের সামনেই তাণ্ডব চলেছে চলেছে স্কুলে। স্কুলের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি, মোটরবাইক, বাসেও ভাঙচুর চালানো হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার দুই স্কুলপড়ুয়ার বচসায় রক্তারক্তি কাণ্ড।

Advertisement
আরও পড়ুন