India-Pakistan tensions

সংঘাতের আবহে সতর্কতামূলক ব্যবস্থা! দেশের ৩২টি বিমানবন্দর বন্ধের সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র, খুলবে কবে?

বৃহস্পতিবার ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। সেই হামলা ব্যর্থ করে ভারত। এই আবহে ভারতের ৩২টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এ বার সেই সময়সীমা বৃদ্ধি করা হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ২১:২০
১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে দেশের ৩২টি বিমানবন্দর।

১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে দেশের ৩২টি বিমানবন্দর। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতের ৩২টি বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। আগামী ১৫ মে বিকেল ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ওই বিমানবন্দরগুলির পরিষেবা। বৃহস্পতিবার ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। সেই হামলা ব্যর্থ করে ভারত। এই আবহে ভারতের ৩২টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এ বার সেই সময়সীমা বৃদ্ধি করা হল।

Advertisement

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে যে ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পটীয়ালা, সিমলা, কাংড়া-গগ্গল, ভাটিণ্ডা, জৈসলমের, জোধপুর, বিকানের, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ্‌, মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোড়, কান্দলা, ভূজ।

ইতিমধ্যে এই ৩২টি বিমানবন্দরে ওঠানামা করার কথা ছিল যে সব বিমানের, সেগুলি বেশির ভাগই বাতিল করে দিয়েছে সংস্থাগুলি। এয়ার ইন্ডিয়া জম্মু, শ্রীনগর, লেহ্‌, জোধপুর, অমৃতসর, চণ্ডীগড়, ভূজ, রামনগর, রাজকোটে যাতায়াতকারী তাদের সমস্ত বিমান বাতিল করেছে। যাত্রীদের ভাড়া ফেরত দেওয়ার কথাও ঘোষণা করেছে সংস্থা। বিমান সংস্থা ইন্ডিগোও বেশ কিছু বিমান বাতিল করেছে।

তবে যে সব বিমানবন্দর বন্ধ করা হয়নি, সেগুলির জন্য নির্দেশিকা জারি করে এয়ার ইন্ডিয়া জানায়, বিমান ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে সেই বিমানের যাত্রীদের বিমানবন্দরে পৌঁছোতে হবে। বিমান ছাড়ার এক ঘণ্টা ১৫ মিনিট আগে সংশ্লিষ্ট যাত্রীদের জন্য বন্ধ হয়ে যাবে বিমানবন্দরের দরজা। দেশের অসামরিক পরিবহণ মন্ত্রকের নির্দেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে সংস্থা। বিমানে ওঠার আগে যাত্রীদের আর এক দফা চেকিং করারও নির্দেশ দিয়েছে মন্ত্রক।

Advertisement
আরও পড়ুন