Uttarakhand Cloudbursts

ফের উত্তরাখণ্ড! রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টি, ধ্বংসস্তূপে আটকে অনেকে, নদীর জল ঢুকছে লোকালয়ে

রুদ্রপ্রয়াগ জেলায় অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে জলস্তর ক্রমশ বাড়ছে। কেদারনাথ উপত্যকায় নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে একটি সেতু। ক্রমশ নদী এবং ছোট নালাগুলির জল ঢুকছে লোকালয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ০৯:২৩
মেঘভাঙা বৃষ্টির জেরে ফুঁসছে অলকানন্দা এবং মন্দাকিনী নদী। শুক্রবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে।

মেঘভাঙা বৃষ্টির জেরে ফুঁসছে অলকানন্দা এবং মন্দাকিনী নদী। শুক্রবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। ছবি: সমাজমাধ্যম।

উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি। একটি নয়, একাধিক! শুক্রবার সকালে সে রাজ্যের রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টি হয়। অল্প সময়ে অত্যধিক বৃষ্টির কারণে ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাস্তায় ধস নামায় অনেকে আটকে পড়েছেন বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।

Advertisement

উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। রুদ্রপ্রয়াগ জেলায় অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে জলস্তর ক্রমশ বাড়ছে। কেদারনাথ উপত্যকায় নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে একটি সেতু। ক্রমশ নদী এবং ছোট নালাগুলির জল ঢুকছে লোকালয়ে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে জানিয়েছেন ধামী। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব এবং জেলাশাসককে।

মেঘভাঙা বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ জেলার বাসুকেদার এলাকা আর চামোলি জেলার দেবল এলাকা। দেবলে এক দম্পতি জলের তোড়ে ভেসে গিয়েছেন। এখনও তাঁদের খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপে চাপা পড়ে কয়েক জন আহত হলেও, তাঁদের সকলকেই উদ্ধার করা গিয়েছে। তবে অন্যত্র সবাইকে উদ্ধার করা গিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। যে বাড়িগুলিতে জল ঢুকছে, সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডুবে গিয়েছে রুদ্রপ্রয়াগের হনুমান মন্দির।

Advertisement
আরও পড়ুন