Himanta Biswa Sarma

অবৈধবাসীদের শনাক্ত করে ফেরত পাঠাতে আদালত নয়, চূড়ান্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিল অসম সরকার

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিমন্ত জানান, ১৯৫০ সালের অভিবাসন আইন মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। সে ক্ষেত্রে অবৈধবাসীদের দেশছাড়া করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ২০:৫৬
হিমন্ত বিশ্বশর্মা।

হিমন্ত বিশ্বশর্মা। —ফাইল চিত্র।

অবৈধবাসীদের শনাক্ত করা এবং ফেরত পাঠানোর ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিল অসম সরকার। এ ক্ষেত্রে ফরেনার্স ট্রাইব্যুনাল বা বিদেশি শনাক্তকরণ আদালতের উপর সরকারকে আর নির্ভর করতে হবে না বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Advertisement

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিমন্ত জানান, ১৯৫০ সালের অভিবাসন আইন মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। সে ক্ষেত্রে অবৈধবাসীদের দেশছাড়া করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন। হিমন্তের কথায়, “সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে জানিয়েছে, বিদেশিদের শনাক্ত করতে এবং ফেরত পাঠাতে অসমের সর্বদা বিচারবিভাগের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই।”

হিমন্ত জানিয়েছেন, ইতিমধ্যেই কয়েক জন অবৈধবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তবে কয়েক জন অসম সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এই সমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন হিমন্ত। তবে যাঁরা এখনও মামলা করেননি বা যাঁদের মামলা আদালতে বিচারাধীন নয়, তাঁদের ক্ষেত্রে আর অপেক্ষা করতে নারাজ অসমের বিজেপি সরকার। তাঁদের অনতিবিলম্বে দেশছাড়া করা হবে বলে জানিয়ে দিয়েছেন হিমন্ত।

হিমন্ত জানান, অবৈধবাসীদের নিয়ে জেলাপ্রশাসনকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া রয়েছে বর্তমান আইনেই। কিন্তু সরকারি আইনজীবীরা বিষয়টি সরকারকে না-জানানোয় তাঁরা অন্ধকারে ছিলেন বলে জানান অসমের মুখ্যমন্ত্রী। অসমে বর্তমানে ১০০টি ফরেনার্স ট্রাইব্যুনাল রয়েছে। এই ট্রাইব্যুনালগুলি সম্ভাব্য অবৈধবাসীদের নাগরিকত্বের নথি যাচাই করে দেখে।

Advertisement
আরও পড়ুন