Bihar Assembly Election 2025

‘ট্রাম্পকে ভয় পান মোদী, ভোটের জন্য সব কিছুই করতে পারেন’, বিহারে তেজস্বীকে নিয়ে প্রচারে খোঁচা রাহুলের

মুজফ্‌ফরপুর এবং দ্বারভাঙ্গায় বুধবার সভা করেন রাহুল এবং তেজস্বী। দু’জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস এবং আরজেডির নতুন প্রজন্মের দুই মুখ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৮:৪১
মহাগঠবন্ধনের জনসভায় তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী।

মহাগঠবন্ধনের জনসভায় তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

দু’মাস আগে তাঁর ভোটার অধিকার যাত্রায় জনতার ঢল নেমেছিল বিহারের জেলায় জেলায়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশে সেই যাত্রায় দেখা গিয়েছিল বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবকেও। বিধানসভা ভোটে আসন রফা ঘিরে বিরোধী জোট মহাগঠবন্ধনে দীর্ঘ টানাপড়েনের পর আবার বুধবার পাশাপাশি দেখা গেল দুই নেতাকে।

Advertisement

মুজফ্‌ফরপুর এবং দ্বারভাঙ্গায় বুধবার সভা করেন রাহুল এবং তেজস্বী। দু’জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস এবং আরজেডির নতুন প্রজন্মের দুই মুখ। অপারেশন সিঁদুর-পরবর্তী পর্বে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির প্রশ্ন তুলে রাহুল নিশানা করেন মোদীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাতেই সংঘর্ষবিরতি হয়েছিল কি না, সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘মোদী ট্রাম্পকে ভয় পান। পরের বার যখন তিনি বিহারে প্রচারে আসবেন তখন তাঁকে বলতে হবে, মার্কিন প্রেসিডেন্ট ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ করার বিষয়ে মিথ্যা দাবি করেছেন।’’

ছটপুজো উপলক্ষে দিল্লিতে যমুনার পাশে প্রধানমন্ত্রীর স্নান করার জন্য পানীয় জলের পুকুর তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পরে ওই ‘নকল’ যমুনার জলে ডুব দেওয়ার কর্মসূচি বাতিল করা হয়। সেই প্রসঙ্গ তুলে রাহুল বলেন, ‘‘সাধারণ বিহারীদের দূষিত যমুনার জলে ছটপুজো করতে হচ্ছে, আর মোদী ডুব দেবেন সুইমিং পুলে! আসলে প্রধানমন্ত্রীর যমুনার সঙ্গে কোনও সম্পর্ক নেই, ছটের সঙ্গেও কোনও সম্পর্ক নেই। তিনি শুধু আপনাদের ভোট চান।” এর পরেই লোকসভার বিরোধী দলনেতার মন্তব্য, ‘‘ভোটের জন্য সব করতে পারেনি প্রধানমন্ত্রী। এমনকী মঞ্চে উঠে নাচতেও তিনি দ্বিধা করবেন না।’’ মুজফ্‌ফরপুর এবং দ্বারভাঙ্গার সভায় মোদীকে নিশানা করে তেজস্বী বলেন, ‘‘প্রধানমন্ত্রী কলকারখানা খুলতে চান নিজের রাজ্য গুজরাতে। আর বিহারে শুধু ভোটে জিততে চান।’’

Advertisement
আরও পড়ুন