— প্রতীকী চিত্র।
খাবারের দোকানে গিয়ে হিন্দুত্ববাদী সংগঠনের একদল কর্মীর হাতে হেনস্থা হতে হল যুগলকে। শনিবার উত্তরপ্রদেশে শাহজাহানপুর জেলায় ঘটনাটি ঘটেছে। আতঙ্কের চোটে শেষমেশ দোকানের দোতলা থেকে ঝাঁপ দিয়েছেন ওই যুগল। স্থানীয় সূত্রে খবর, দু'জনেই গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শাহজাহানপুরের কান্ত থানা এলাকার বরেলি মোড়ের কাছে একটি জনপ্রিয় পিৎজার দোকানে ঘটনাটি ঘটেছে। সে সময় দোকানের দোতলায় বসে খাবার আসার অপেক্ষা করছিলেন ২১ বছর বয়সি তরুণ এবং ১৯ বছর বয়সি এক তরুণী। আচমকা এক হিন্দুত্ববাদী সংগঠনের কয়েক জন কর্মী সেখানে উপস্থিত হন। তাঁরা ওই যুগলকে ঘিরে ধরে নানা প্রশ্ন করতে শুরু করেন। নাম, ঠিকানা, জাত, ধর্ম জানতে চেয়ে ক্রমাগত ওই যুগলকে হেনস্থা করে চলা হয় বলে অভিযোগ। সন্তোষজনক উত্তর না পেয়ে কয়েক জন ফোন বার করে যুগলের ভিডিয়ো করতে শুরু করে দেন। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন দু'জনে। এক পর্যায়ে ছুটে গিয়ে দোতলার জানলা দিয়ে সোজা নীচে ঝাঁপ দেন তরুণ। পিছন পিছন ঝাঁপ দেন তরুণীও।
পুলিশ সূত্রে খবর, ওই যুগল গুরুতর আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। আক্রান্ত যুগল পুলিশকে জানিয়েছেন, তাঁরা শনিবার সন্ধ্যায় দোকানে গিয়ে নুডলস অর্ডার করেছিলেন। কিন্তু খাবার আসার আগেই এক সংগঠনের কয়েক জন যুবক তাঁদের ঘিরে ধরে হেনস্থা করতে শুরু করে দেন। বার বার বোঝানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। বরং যুবকেরা মারমুখী হয়ে ওঠেন। প্রাণে বাঁচতে শেষমেশ জানলা দিয়ে ঝাঁপ দেন ওই যুগল। পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"