Dalit Woman Killed

উত্ত্যক্ত করায় প্রতিবাদ, দলিত মহিলাকে খুনের পর কন্যাকে তুলে নিয়ে গেল দুষ্কৃতী! উত্তরপ্রদেশের মেরঠে উত্তেজনা

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত স্থানীয় এক চিকিৎসকের সহকারী। ঘটনাটি বৃহস্পতিবারের। দু’দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত এবং অপহৃত তরুণীর কোনও হদিস পায়নি পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৫:৪৪
ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।

ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত।

মাঠে কাজ করছিলেন এক দলিত মহিলা এবং তাঁর বছর কুড়ির কন্যা। সেই সময় সেখানে এক যুবক আসেন। অভিযোগ, মা-মেয়ে দু’জনকেই উত্ত্যক্ত করছিলেন তিনি। প্রতিবাদ করেছিলেন মহিলা। সেই সময় ওই যুবক আচমকাই মহিলার উপর কাস্তে নিয়ে হামলা চালান। তার পর তাঁর কন্যাকে জোর করে তুলে নিয়ে যান। মহিলা চিৎকার করলে আশপাশের লোকেরা ছুটে আসেন। কিন্তু তত ক্ষণে তাঁর কন্যাকে অপহরণ করে চম্পট দিয়েছিলেন অভিযুক্ত। ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত স্থানীয় এক চিকিৎসকের সহকারী। ঘটনাটি বৃহস্পতিবারের। দু’দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত এবং অপহৃত তরুণীর কোনও হদিস পায়নি পুলিশ। আর এই ঘটনাকে ঘিরে মেরঠে উত্তেজনা বাড়ছে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি জোরালো হতে শুরু করেছে। ভীম আর্মির সদস্য এবং সমাজসেবীরা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং তরুণীকে উদ্ধারের দাবি তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ জানিয়েছে, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন দলিত মহিলা। শুক্রবার তাঁর মৃত্যু হয়। মহিলার শেষকৃত্য করতে অস্বীকার করে পরিবার। তারা দাবি তোলে, যত ক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার করা হবে, অপহৃত তরুণীকে উদ্ধার করা হবে, তত ক্ষণ শেষকৃত্য করা হবে না।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় শুক্রবার স্থানীয় প্রশাসন এবং বিজেপি নেতা সঙ্গীত সোমের হস্তক্ষেপে মহিলার শেষকৃত্য সম্পন্ন হয়। বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী এই ঘটনার নিন্দা করার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, রাজ্যের বিজেপি সরকার অপরাধীদের সুরক্ষা দিচ্ছে। আর তাদের এই কাজই আগামী দিনে পতনের কারণ হবে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে ১০টি দল গঠন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন