Delhi Building Collapse

দিল্লিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১, জখম অবস্থায় উদ্ধার আরও ১১ জন

শনিবার ভোর ৩টে নাগাদ উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি সরু গলির মধ্যে চারতলা ওই বাড়িটি ভেঙে পড়ে। সেই সময় বাড়িটির ভিতরে ছিলেন অনেকেই। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৯:৩৮
ধ্বংসস্তূপের মধ্যে চলছে উদ্ধারকাজ। শনিবার দিল্লির মুস্তাফাবাদে।

ধ্বংসস্তূপের মধ্যে চলছে উদ্ধারকাজ। শনিবার দিল্লির মুস্তাফাবাদে। ছবি: পিটিআই।

দিল্লিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। শনিবার সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ১১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আরও ১১ জনকে জখম অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারীরা। আহতদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর ছ’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Advertisement

শনিবার ভোর ৩টে নাগাদ উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি সরু গলির মধ্যে চারতলা ওই বাড়িটি ভেঙে পড়ে। সেই সময় বাড়িটির ভিতরে ছিলেন অনেকেই। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) এবং দিল্লির দমকল বিভাগের সদস্যেরা। শুরু হয় উদ্ধারকাজ।

বাড়িটি ভেঙে পড়ার মুহূর্ত ধরা পড়েছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজে। সেই ভিডিয়ো প্রকাশ করেছে এএনআই। তাতে দেখা গিয়েছে, কী ভাবে শুনশান রাতে আচমকা হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। ঘটনার অভিঘাতে গোটা এলাকায় ধুলো ছড়িয়ে পড়ে। চারদিক অস্পষ্ট হয়ে যায় (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

তবে কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, বাড়িটির একতলায় একটি বড় পাঁচিল ছিল। সম্প্রতি সেটি ভেঙে ফেলা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পাঁচিলটি ভাঙা পড়তেই গোটা বাড়িটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। শুক্রবার রাতের দিকে খানিক বৃষ্টিও হয় দিল্লিতে। তার পরেই সশব্দে ভেঙে পড়ে বাড়িটি। ধ্বংসস্তূপের ভিতর এখনও কোনও প্রাণের সন্ধান রয়েছে কি না, তা জানতে থার্মাল ক্যামেরা, ক্রেন নিয়ে চলছে তল্লাশি অভিযান।

Advertisement
আরও পড়ুন