শুভমন গিল। — ফাইল চিত্র।
গত কয়েক বছরে তিন ধরনের ক্রিকেটেই সাফল্য পেয়েছে ভারত। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। সেই সাফল্যের কৌশলই এ বার কাজে লাগাতে চাইছে পাকিস্তান। জানিয়েছেন সে দেশের নির্বাচক আকিব জাভেদ। পাকিস্তানের ক্রিকেটকে উন্নতি করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পডকাস্টে জাভেদ বলেছেন, “ভারতের সাফল্য আমি দেখেছি। পাকিস্তানের উন্নতির লক্ষ্যে সেই পরিকল্পনা কাজে লাগানোর চেষ্টা করেছি। যে কোনও দেশের সাফল্য নির্ভর করে সে দেশের প্রতিভার উপরে।”
২০০৬ সালে ভারতের পাকিস্তান সফরের কথা উঠে এসেছে জাভেদের কথায়। তিনি জানিয়েছেন, সে বার ভারতীয় দল লাহোরের এলএলসিএ মাঠে গিয়েছিল। সেই সময় সেটি ছিল পাকিস্তানের শীর্ষস্তরের অ্যাকাডেমি।
জাভেদের কথায়, “দেশের ক্রিকেটে আমরা খুব সাধারণ জিনিসগুলো করতে গিয়ে অনেক পিছিয়ে পড়েছি। আপনি যাকেই অধিনায়ক, কোচ বা নির্বাচক বেছে নিন না কেন, আপনার দলের মান বা প্রতিভা না বদলালে কিছুই বদলাবে না। বেঞ্চের শক্তি বাড়লে এবং বেশি প্রতিযোগিতায় খেললে তবেই আরও বেশি প্রতিভা উঠে আসবে। তার জন্য সঠিক পরিকাঠামো এবং সিস্টেম দরকার।”
সম্প্রতি পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ হিসাবে কাজ করেছেন জাভেদ। তাঁর মতে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলবে পাকিস্তান। বলেছেন, “সাফল্যের সব রকম ইঙ্গিত দেখতে পাচ্ছি। দলে ভাল ক্রিকেটার রয়েছে। একসঙ্গে ওরা ভাল খেলছে। এখন আমাদের হাতে বিকল্প রয়েছে। যদি অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায় হত তা হলে অন্য কথা বলতাম। ভাল ফল করার এটাই সেরা সময়।”