বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের ‘হোম’ ম্যাচগুলি জয়পুরে না-ও হতে পারে। অন্য কোথাও ম্যাচ সরিয়ে দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নির্বাচন না হলে আইপিএলের ম্যাচ আয়োজনের সুযোগ পাবে না রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ)।
দীর্ঘ দিন ধরে আরসিএতে চলছে প্রশাসনিক ডামাডোল। গত দু’বছর ধরে আরসিএ পরিচালনার দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া অ্যাড হক কমিটি। সেই কমিটি আর আইপিএলের ম্যাচ আয়োজন করতে নারাজ। আরসিএ কর্তাদের বিসিসিআই জানিয়ে দিয়েছে, আইপিএলের ম্যাচ পেতে হলে এ বার নির্বাচন করতে হবে এবং নির্বাচিত নতুন কমিটির হাতে দায়িত্ব থাকতে হবে।
আবু ধাবিতে আইপিএলের নিলামের দিন আইপিএল চেয়ারম্যান অরুণ সিংহ ধুমল বলেন, ‘‘আমরা রাজ্য সংস্থাকে অনেক আগেই চিঠি দিয়ে জানিয়েছি দ্রুত নির্বাচন সম্পন্ন করতে। নির্বাচন না হলে আইপিএলের কেন্দ্র হিসাবে জয়পুরকে বেছে নেওয়া সম্ভব নয়। এখনও পর্যন্ত রাজস্থান ক্রিকেট সংস্থায় নির্বাচন হয়নি। বিসিসিআই কিছু সুযোগ-সুবিধা বন্ধ করে রেখেছে। এমন চললে রাজস্থান রয়্যালসও সমস্যায় পড়তে পারে। দেখা যাক, সময়ের মধ্যে রাজস্থান আইপিএলের ম্যাচ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে কিনা।’’
ধুমল জানিয়ে দিয়েছেন, নির্বাচন হয়ে গেলে জয়পুরে আইপিএলের ম্যাচ দিতে কোনও সমস্যা থাকবে না। তা না হলে, রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষকে ‘হোম’ ম্যাচের জন্য নতুন কেন্দ্র বেছে নিতে হবে। রাজ্য সরকারের করে দেওয়া অ্যাড হক কমিটির মাথায় রয়েছেন দীন দয়াল কুমাওয়াত। নির্বাচন করানোর দায়িত্ব মূলত তাঁর। কুমাওয়াত একটি ক্রিকেট ওয়েবসাইটকে বলেছেন, ‘‘আইপিএলের ম্যাচ আয়োজনে আমাদের কোনও সমস্যা নেই। আমরা প্রস্তুত। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে আমাদের প্রাথমিক আলোচনাও হয়েছে। বিসিসিআইয়ের কোনও সমস্যা বা আপত্তি থাকলে আলাদা ব্যাপার। আমরা সেটা নিয়ে বোর্ড এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করব।’’ আইপিএলের শুরু থেকেই রাজস্থানের ঘরের ম্যাচ জয়পুর। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ চান, জয়পুরেই হোক আইপিএলের ম্যাচ। ঘরের মাঠের সুবিধা তাঁরা হাতছাড়া করতে চান না।
ধুমল অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, নির্বাচন না হলে জয়পুরে আইপিএলের ম্যাচ হবে না। তিনি বলেছেন, ‘‘গত বছর থেকেই রাজস্থানের রাজ্য সংস্থাকে নির্বাচন করতে বলা হচ্ছে। তখনই বলে দেওয়া হয়েছিল, নির্বাচন না হলে ২০২৬ থেকে আর আইপিএলের ম্যাচ দেওয়া সম্ভব হবে না। এটা নতুন বিষয় নয়।’’
সব মিলিয়ে জয়পুরে আইপিএলের ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূত্রের খবর, রাজস্থান কর্তৃপক্ষ বিসিসিআই এবং আরসিএ-র সঙ্ঘাতের মধ্যে ঢুকতে চাইছেন না।