শতরানের পর সমীর মিনহাস। ছবি: এক্স।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে হলে বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের ৩৪৮ রান করতে হবে। ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল করেছে ৮ উইকেটে ৩৪৭ রান। পাকিস্তানের ওপেনার সমীর মিনহাস ১১৩ বলে ১৭২ রানের ইনিংস খেলেছেন। আয়ুষ মাত্রের দলের কোনও বোলারই তাঁর আগ্রাসন থামাতে পারেননি।
রবিবার দুবাইয়ের ২২ গজে আগ্রাসী ব্যাটিং করে ভারতীয় শিবিরে কাঁপুনি ধরিয়ে দিলেন সমীর। মুলতানের ১৯ বছরের ব্যাটার ইনিংসের শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। ভারতের বোলারদের নিয়ে প্রায় ছেলেখেলা করেন ব্যাট হাতে। তাঁর ১১৩ বলে ১৭২ রানের ইনিংসে রয়েছে ১৭টি চার এবং ৯টি ছক্কা। দ্বিশতরানের সুযোগ হাতছাড়া করলেও দলের রান ৩০০ পার করে সাজঘরে ফেরেন সমীর। দীপেশ দেবেন্দ্রনকে ছয় মারতে গিয়ে কণিষ্ক চৌহানের হাতে ধরা পড়েন পাক ব্যাটার।
পাক ইনিংসের ৪৩তম ওভারে আউট হন সমীর। তখন পাকিস্তানের রান ৩০২। কিন্তু শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় প্রত্যাশিত রান তুলতে পারল না পাকিস্তান। পাকিস্তানের ব্য়াটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান চার নম্বরে নামা আহমেদ হুসেনের ৫৬। তাঁর ৭২ বলের ইনিংসে রয়েছে ৩টি চার এবং ১টি ছয়। সমীর আউট হওয়ার পর পাকিস্তানের আর কোনও জুটি ২২ গজে থিতু হতে পারেনি। শেষ ৬ উইকেট তারা হারিয়েছে ৪০ রানে। বলা যায় সমীর আউট হওয়ার পর লড়াইয়ে ফেরে ভারতীয় দল। পাকিস্তানের বাকি ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান শুধু তিন নম্বরে নামা উসমান খানের ৩৫।
1655771ভারতীয় বোলারদের মধ্যে সফলতম দেবেন্দ্রন ৮৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ৪৪ রানে ২ উইকেট খিলন পটেলের। ৬২ রানে ২ উইকেট নিয়েছেন হেনিল পটেল। ৭২ রানে ১ উইকেট কণিষ্কের।