Lionel Messi Statue

‘মেসি নিজে মূর্তির প্রশংসা করেছেন’, দাবি সুজিতের! যুবভারতীকাণ্ড নিয়েও আট দিন পর প্রশ্নের মুখে পড়লেন মন্ত্রী

মেসির কলকাতা সফরের দ্বিতীয় অধ্যায় ছিল যুবভারতীকাণ্ড। তার আগে বাইপাসের ধারে হায়াত রিজেন্সি হোটেলে ছিল ফুটবলতারকার কলকাতা সফরের প্রথম অধ্যায়। মন্ত্রী সুজিতকে যুবভারতীতে দেখা না গেলেও, হোটেলের ‘দখল’ ছিল তাঁরই হাতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৬:০১
শ্রীভূমির সামনে লিয়োনেল মেসির মূর্তি নিয়ে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

শ্রীভূমির সামনে লিয়োনেল মেসির মূর্তি নিয়ে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। — ফাইল চিত্র।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে লিয়োনেল মেসির মূর্তি নিয়ে এ বার মুখ খুললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর দাবি, ওই মূর্তিটি ভাল লেগেছিল ফুটবল তারকার। মেসি নিজে ওই মূর্তির প্রশংসা করেছেন বলে দাবি সুজিতের। মেসির কলকাতা সফরের পর আট দিন অতিক্রান্ত। রবিবার মেসি-মূর্তি নিয়ে মন্তব্যের পাশাপাশি যুবভারতীকাণ্ড নিয়েও প্রশ্নের মুখে পড়তে হল মন্ত্রী সুজিতকে।

Advertisement

মেসির কলকাতা সফরের দ্বিতীয় অধ্যায় ছিল যুবভারতীকাণ্ড। তার আগে বাইপাসের ধারে হায়াত রিজেন্সি হোটেলে ছিল ফুটবলতারকার কলকাতা সফরের প্রথম অধ্যায়। মন্ত্রী সুজিতকে যুবভারতীতে দেখা না গেলেও, হোটেলের ‘দখল’ ছিল তাঁরই হাতে। সেখান থেকেই নিজের ক্লাব শ্রীভূমির সামনে মেসির ৭০ ফুটের মূর্তি উন্মোচন করান তিনি। বস্তুত, মেসির সফরকে স্মরণীয় করে রাখার জন্যই এই মূর্তিটি তৈরি করানো হয়েছিল। তবে আর্জেন্টিনীয় ফুটবলতারকার ওই মূর্তির মুখের গড়ন ঘিরে নেটমাধ্যমে সমালোচনা হয় বিস্তর। এ বার সেই বিতর্কে মুখ খুললেন সুজিত।

মূর্তি ঘিরে সাম্প্রতিক সমালোচনা নিয়ে রবিবার প্রশ্ন করা হয় ফুটবলতারকার সফরের হায়াত রিজেন্সি অধ্যায়ে সর্বক্ষণ জুড়ে থাকা সুজিতকে। জবাবে দমকলমন্ত্রী বলেন, “স্ট্যাচুটা ওঁর (মেসির) ভাল লেগেছে। উনি প্রশংসা করেছেন। (স্ট্যাচু নিয়ে) প্রশ্ন কেউ করেননি। দুই-একজন নিন্দুকে সব সময়েই (প্রশ্ন) করেন। কিন্তু মেসি নিজে ওটার প্রশংসা করে এক-দুই নম্বরে ওই ছবিটা রেখেছেন।” মেসি ভারত সফরশেষে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো শেয়ার করেছেন নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে। ওই ভিডিয়োয় একেবারে শুরুতেই রয়েছে শ্রীভূমির সামনে ওই ৭০ ফুটের মূর্তির দৃশ্য। আর্জেন্টিনীয় ফুটবলতারকা এক-দুই নম্বরে ছবিটি রেখেছেন বলে সুজিত ওই ভিডিয়োর কথাই বলতে চেয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

মেসির কলকাতা সফরের হায়াত রিজেন্সি অধ্যায়ে যেমন সুজিত ছিলেন, তেমনই যুবভারতী অধ্যায় জুড়ে ছিলেন রাজ্যের অপর মন্ত্রী অরূপ। যুবভারতীকাণ্ড ঘিরে বিতর্কের আবহে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন অরূপ। যদিও অন্য দফতরের দায়িত্ব থাকায় রাজ্যের মন্ত্রিসভায় তিনি এখনও রয়েছেন। যুবভারতীতে তাঁকে দেখা না-গেলেও ওই দিনের তাণ্ডব নিয়ে রবিবার প্রশ্নের মুখে পড়তে হয় সুজিতকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে দমকলমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমি এখনই কিছু বলব না। কারণ সরকার একটি অনুসন্ধান কমিটি করেছে। অনুসন্ধান কমিটির রিপোর্ট বার হোক। কোথায় ভুল, কোথায় ঠিক হয়েছে— তা অনুসন্ধানের রিপোর্ট বলবে।”

সুজিত আরও বলেন, “এই বাংলায় অনেক বড় বড় জিনিস হয়েছে, হবে। আমাদের সরকারের আমলেও অনেক বড় বড় ইভেন্ট হয়েছে। মেসির সফরে স্টেডিয়ামে যে প্রবলেম হয়েছে, সেটা নিয়ে তো দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী কমিটি করে দিয়েছেন। ওই নিয়ে কিছু বলব না।”

Advertisement
আরও পড়ুন