শতরানের পর উল্লাস পাকিস্তানের সমীর মিনহাসের। ছবি: এক্স।
জোড়া বিশ্বরেকর্ড গড়েছেন সমীর মিনহাস। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে ১১৩ বলে ১৭২ রান করেছেন পাকিস্তানের ওপেনার। এই ইনিংসের ফলেই নজির গড়েছেন তিনি।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বাধিক রানের রেকর্ড গড়েছেন সমীর। এর আগে ২০১২ সালের ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৩৪ রান করেছিলেন পাকিস্তানের সামি আসলম। তাঁর রেকর্ড ভেঙেছেন সমীর। ১৭টি চার ও ন’ছক্কা মেরেছেন সমীর।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক রান করেছেন সমীর। এই প্রতিযোগিতায় পাঁচটি ইনিংসে ৪৭১ রান করেছেন তিনি। দু’টি শতরান ও একটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ১৫৭ গড়ে রান করেছেন পাক ব্যাটার। এর আগে এই রেকর্ডও ছিল সামির দখলে। ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাঁচ ইনিংসে ১১৫.২৫ গড়ে ৪৬১ রান করেছিলেন তিনি। দু’টি শতরান ও দু’টি অর্ধশতরান করেছিলেন সামি। সেই রেকর্ড এত দিনে ভাঙল।
২০০৬ সালের ২ ডিসেম্বর পাকিস্তানের মুলতানে জন্ম সমীরের। তাঁর পরিবারে ক্রিকেটের চল আগে থেকেই ছিল। সমীরের দাদা আরাফাত মিনহাস ২০২৩ সালের এশিয়ান গেমসে পাকিস্তানের হয়ে খেলেছেন। পাকিস্তান সুপার লিগে করাচি কিংস ও মুলতান সুলতানসের হয়ে খেলেছেন তিনি।
পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেট থেকে উত্থান সমীরের। মুলতানের হয়ে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট খেলেছেন তিনি। সাউদার্ন পঞ্জাবের হয়ে অনূর্ধ্ব-১৬ ও মুলতানের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন। তার পরেই পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন সমীর। প্রথম ম্যাচেই মালয়েশিয়ার বিরুদ্ধে ১৪৮ বলে ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন সমীর। সেটিই ছিল যুব এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রান। পরে সেই রেকর্ড ভাঙেন ভারতের অভিজ্ঞান কুন্ডু। মালয়েশিয়ার বিরুদ্ধেই ২০২ রান করেন বাঙালি অভিজ্ঞান।