উপকূলরক্ষী বাহিনীর নতুন জাহাজ ‘সমুদ্র প্রতাপ’। —ফাইল চিত্র।
দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রক জাহাজ হাতে পেল ভারতের উপকূলরক্ষী বাহিনী। সোমবার গোয়ায় ‘সমুদ্র প্রতাপ’ নামের ওই জাহাজটির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত, কেন্দ্রের প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিংহ প্রমুখ।
সোমবার রাজনাথ বলেন, “জাহাজটিতে থাকা ৬০ শতাংশ যন্ত্রাংশই দেশীয় প্রযুক্তিতে তৈরি। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এটা একটা শক্তিশালী পদক্ষেপ। এই জাহাজ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের বাস্তব উদাহরণ।”
কী কাজ করবে সমুদ্র প্রতাপ
সমুদ্রের দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি তল্লাশি এবং উদ্ধারকাজেও ‘সমুদ্র প্রতাপ’-কে ব্যবহার করা হবে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের জলে মিশে থাকা তেল এবং রাসায়নিক পদার্থ শনাক্ত করতে পারবে এই জাহাজ। জলে দূষণের মাত্রা পরীক্ষা করে তার প্রেক্ষিতে কার্যকরী পদক্ষেপও করতে পারবে সমুদ্র প্রতাপ। এই জাহাজকে ভারতের জলভাগের বিশেষ অর্থনৈতিক এলাকা (ইইজ়েড)-এ তো বটেই, অন্যত্রও ব্যবহার করা হবে।
জাহাজটি লম্বায় ১১৪.৫ মিটার। প্রস্থে ১৬.৫ মিটার। এটির ওজন ৪,১৭০ টন। ‘সমুদ্র প্রতাপ’ ভারতের উপকূলরক্ষী বাহিনীর হাতে থাকা সবচেয়ে বড় জাহাজ।