Sir Creek

‘ইতিহাস-ভূগোল বদলে দেব’! স্যর ক্রিক সীমান্তে পাক সেনার আনাগোনা নিয়ে ইসলামাবাদকে হুঁশিয়ারি রাজনাথ সিংহের

সিন্ধু নদের ব-দ্বীপে তৈরি হয়েছে প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ খাঁড়িবেষ্টিত অঞ্চল স্যর ক্রিক। জম্মু ও কাশ্মীরের মতোই এই অঞ্চলটির সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে বিতর্ক রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৪:০৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-পাকিস্তান সংঘাতের নতুন ক্ষেত্র এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের স্যর ক্রিক সীমান্ত। ‘বিতর্কিত’ ওই এলাকায় পাকিস্তান সম্প্রতি নতুন করে সেনা সমাবেশ শুরু করায় উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বৃহস্পতিবার সরাসরি হুঁশিয়ারি দিলেন ইসলামাবাদকে।

Advertisement

দশেরা উৎসব উপলক্ষে গুজরাতের ভুজে ভারতীয় সেনার ‘শস্ত্র পুজা’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজনাথ। সেখানে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য, ‘‘স্যর ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনও আগ্রাসনের জবাব‌ে এমন প্রত্যাঘাত হবে, যার অভিঘাতে ইতিহাস এবং ভূগোল উভয়ই বদলে যাবে।’’ ১৯৬৫ সালের যুদ্ধে ভারতীয় সেনার লাহোরের উপকণ্ঠে পৌঁছে যাওয়া এবং সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘পাকিস্তানকে মনে রাখতে হবে, করাচি যাওয়ার একটি পথ কিন্তু এই খাঁড়ি (স্যর ক্রিক) হয়েই।’’

প্রসঙ্গত, সিন্ধু নদের ব-দ্বীপে তৈরি হয়েছে প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ খাঁড়িবেষ্টিত অঞ্চল স্যর ক্রিক। জম্মু ও কাশ্মীরের মতোই এই অঞ্চলটির সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে। কচ্ছের রণের পশ্চিমে অবস্থিত নালা এবং জলাভূমি এলাকা পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে আলাদা করে রেখেছে গুজরাতকে। এই অঞ্চলে নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফের বিশেষ বাহিনী ‘ক্রিক ক্রোকোডাইল’। ১৯৯৯ সালে স্যর ক্রিক এলাকাতেই অনুপ্রবেশকারী পাক নজরদার বিমানকে ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। ওই ঘটনায় ১৬ জন পাক সেনা নিহত হয়েছিলেন। সম্প্রতি স্যর ক্রিক অঞ্চলে নতুন করে পাক সেনার সংখ্যাবৃদ্ধি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।

Advertisement
আরও পড়ুন