Engineer Rashid

প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর, সন্ত্রাসে অভিযুক্ত কাশ্মীরের সাংসদ বাজেট অধিবেশনে যোগ দেবেন

ঘটনাচক্রে, সাত মাসের মধ্যে তৃতীয় বার মুক্তি পেতে চলেছেন সন্ত্রাসের অভিযোগে তিহাড় জেলে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ। তাঁর বিরুদ্ধে বিজেপির সঙ্গে ঘোপন যোগাযোগের অভিযোগ উঠেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭
ইঞ্জিনিয়ার রশিদ।

ইঞ্জিনিয়ার রশিদ। —ফাইল চিত্র।

লোকসভার বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্ট তিহাড় জেলে বন্দি জম্মু ও কাশ্মীরের নির্দল সাংসদ আব্দুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়ার রশিদের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করল। তাঁকে ১১-১৩ ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

লোকসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য গত জুলাই মাসে দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র সম্মতিতে বিশেষ বিচারবিভাগীয় অনুমতি পেয়েছিলেন রশিদ। এর পর গত সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটে প্রচারের সুযোগ দিতে বারামুলার সাংসদ তথা ‘আওয়ামি ইত্তেহাদ পার্টি’র প্রতিষ্ঠাতার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল দিল্লি হাই কোর্ট।

ঘটনাচক্রে, সাত মাসের মধ্যেই তৃতীয় বার মুক্তি পেতে চলেছেন রশিদ। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে তিনি এনআইএ-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য করার অভিযোগ রয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিডিডি আগেই অভিযোগ তুলেছে, গোপনে বিজেপির সঙ্গে গোপন বোঝাপড়া করেছেন রশিদ। তাই বার বার মুক্তি পাচ্ছেন তিনি।

Advertisement
আরও পড়ুন