এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
নাবালিকাকে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। ঘটনায় ইতিমধ্যে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন পেশায় ব্যাঙ্ককর্মী। অপর জন স্থানীয় এক স্যালঁর মালিক। ঘটনাটি ঘটেছে গত শনিবার। উত্তর দিল্লি শহরতলি এলাকায় ওই দুই যুবক ১৩ বছর বয়সি এক কিশোরীকে ফুঁসলিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ। পুলিশি তদন্তে উঠে আসে সেখানে তাঁরা প্রথমে ওই কিশোরীকে জোর করে মদ্যপান করান। তার পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
স্থানীয় থানার এক আধিকারিক জানান, গত শনিবার সন্ধ্যাতেই থানায় খবর আসে। তবে প্রাথমিক ভাবে ধর্ষণের কোনও অভিযোগ ছিল না। নির্যাতিতা নাবালিকার বাবা থানায় ফোন করে জানান, তাঁর মেয়েকে দেখে মত্ত মনে হচ্ছে। কেউ তাঁর নাবালিকা মেয়েকে জোর করে মদ্যপান করিয়েছেন বলে থানায় অভিযোগ জানান তিনি।
ওই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরু করে পুলিশ। সংগ্রহ করা হয় ওই নাবালিকার বয়ানও। সেই সময়েই উঠে ধর্ষণের অভিযোগ। উত্তর দিল্লি শহরতলির ডিসিপি হরেশ্বর স্বামী বলেন, “অনুসন্ধান এবং নাবালিকার বয়ান রেকর্ড করার সময়ে ধর্ষণের অভিযোগের কথা উঠে আসে।” নাবালিকার বয়ানের প্রেক্ষিতে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকেও।