India-US Relation

ভারত-আমেরিকার বন্ধন ঐতিহাসিক! দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েনের মধ্যে সাধারণতন্ত্র দিবসে বার্তা ট্রাম্পের

নয়াদিল্লিতে থাকা মার্কিন দূতাবাসের তরফে ট্রাম্পের বার্তাটি পাঠানো হয়েছে নরেন্দ্র মোদী সরকারের কাছে। বার্তার সঙ্গে ট্রাম্প এবং মোদীর একটি ছবিও পোস্ট করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২২:৫৭
Donald Trump hails historic bond with India on Republic Day

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

বাণিজ্যচুক্তি নিয়ে বিরোধ এবং নীতিগত পার্থক্য নিয়ে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন অব্যাহত রয়েছে। তবে প্রথা মেনে ভারতের সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং আমেরিকা— দু’দেশ ‘ঐতিহাসিক বন্ধনে’ আবদ্ধ বলে জানিয়েছেন তিনি।

Advertisement

নয়াদিল্লিতে থাকা মার্কিন দূতাবাসের তরফে ট্রাম্পের বার্তাটি পাঠানো হয়েছে নরেন্দ্র মোদী সরকারের কাছে। বার্তার সঙ্গে ট্রাম্প এবং মোদীর একটি ছবিও পোস্ট করা হয়েছে। ট্রাম্পের বার্তা, ‘‘৭৭তম সাধারণতন্ত্র দিবসে আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি ভারত সরকার এবং তাদের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই।’’ তিনি আরও বলেন, ‘‘বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্র হিসাবে আমেরিকা এবং ভারতের মধ্যে ঐতিহাসিক বন্ধন রয়েছে।’’

ট্রাম্পের পাশাপাশি আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ-সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে সহযোগিতা আরও বাড়বে।’’

ভারতের পণ্যের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। রাশিয়া থেকে তেল কেনায় ‘শাস্তিস্বরূপ’ ভারতের উপর শুল্ক চাপানোর পর থেকেই দু’দেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

Advertisement
আরও পড়ুন