জম্মু-কাশ্মীরের রাজৌরিতে চলছে নজরদারি। ছবি: পিটিআই।
জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হলেন ভারতীয় সেনার এক জওয়ান। বাহিনী সূত্রে খবর, শনিবার কাশ্মীরের রাজৌরি জেলায় কেরি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি নজরদারি চালাচ্ছিলেন জওয়ানেরা। ওই সময়েই একটি ল্যান্ডমাইন ফেটে আহত হন জওয়ান।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানিদের অনুপ্রবেশ বন্ধ করতে নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চলে ল্যান্ডমাইন পুঁতে রাখা থাকে। বৃষ্টি বা অন্য কোনও কারণে মাটি সরে গেলে এই ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। শনিবারও তেমনই কিছু ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ওই জওয়ানকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি।