ICC T20 World Cup 2026

বিশ্বকাপের দল ঘোষণা শেষ মুহূর্তে ডাক পাওয়া স্কটল্যান্ডের, বাংলাদেশকে সমবেদনাও জানালেন স্কটিশেরা

শেষ মুহূর্তে ডাক পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত স্কটল্যান্ড। সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট স্কটল্যান্ড। গত বিশ্বকাপে খেলা ১১ জন ক্রিকেটার রয়েছেন এ বারের দলেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০২:২৪
স্কটল্যান্ড ক্রিকেট দল। ছবি: এক্স।

স্কটল্যান্ড ক্রিকেট দল। ছবি: এক্স।

বিশ্বকাপ শুরুর ১৪ দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) আমন্ত্রণ পেয়েছে স্কটল্যান্ড। তার তিন দিনের মাথায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিল স্কটল্যান্ড। তার আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সমবেদনা জানিয়েছে তারা।

Advertisement

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল স্কটল্যান্ড। পাঁচ জন রিজার্ভ ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন মূল দলের সঙ্গে ভারতে আসবেন। নেতৃত্ব দেবেন রিচি বেরিংটন। ২০২৪ সালের বিশ্বকাপে খেলা ১১জন ক্রিকেটার রয়েছেন এ বারের দলে। প্রথম বার বিশ্বকাপ খেলবেন টম ব্রুস, ফিনলে ম্যাকক্রিথ এবং অলিভার ডেভিডসন। এ ছাড়া প্রথম বার স্কটল্যান্ডের দলে ডাক পেয়েছেন আফগান বংশোদ্ভুত জোরে বোলার জ়াইনুল্লা ইহসান।

দল ঘোষণার আগে ক্রিকেট স্কটল্যান্ডের চিফ এক্সিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা কখনো এ ভাবে বিশ্বকাপ খেলতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাই পদ্ধতি রয়েছে। কেউই এ ভাবে বিশ্বকাপ খেলার আমন্ত্রণ পেতে চায় না। আমাদের এ বারের অংশগ্রহণ ব্যতিক্রম পরিস্থিতির ফল। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে। বাংলাদেশ দলের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা রয়েছে।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, হঠাৎ সুযোগ এলেও বিশ্বকাপের ২২ গজে লড়াই করার জন্য তাঁরা সম্পূর্ণ প্রস্তুত। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’তে স্কটিশদের খেলতে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, নেপাল এবং ইটালির সঙ্গে।

স্কটল্যান্ড দল: রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জ়াইনুল্লা ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মুন্সি, সফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাডলি হুইল।

দলের সঙ্গে রিজার্ভ হিসাবে থাকবেন জ্যাসপার ডেভিডসন এবং জ্যাক জারভিস। এ ছাড়াও রিজার্ভ হিসাবে নাম রয়েছে ম্যাকেঞ্জি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড এবং চার্লি টিয়ারের।

Advertisement
আরও পড়ুন