India- Russia

৫ বছরে লক্ষ্য ১০ হাজার কোটির বাণিজ্য চুক্তি, ভারত ও রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে দাবি ভারতীয় দূতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, ২০৩০ সালের আগেই ১০ হাজার কোটির দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব। পুতিনের দেশের শিল্পপতিদের প্রতি মোদীর বার্তা ছিল ‘মেক ইন ইন্ডিয়া’তে শামিল হওয়ার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৩:৩৬
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। — ফাইল চিত্র।

আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে ভারত ও রাশিয়া। বাণিজ্য সম্প্রসারণে দুই দেশ আরও সচেষ্ট। সোমবার এমনটাই দাবি করলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় দূত বিনয় কুমার। তাঁর দাবি, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার কোটির দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছোঁয়া যাবে। তাঁর বার্তা, দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার।

Advertisement

সংবাদসংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, ৭৭ তম সাধারণতন্ত্র দিবসে বিনয় দাবি করেন, গত বছরে ভারত ও রাশিয়ার পারস্পরিক বাণিজ্য ভাল হয়েছিল। তাঁর দাবি, সার-সহ কৃষিক্ষেত্র, ইঞ্জিনিয়ারিংয়ে বাণিজ্যের সুযোগ বেড়েছে। নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাণিজ্যের স্বার্থে নতুন পণ্যের দিকেও নজর দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘মুক্ত বাণিজ্য চুক্তি লক্ষ্যমাত্রা অর্জনকে সহজ করে তুলবে।’’

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, ২০৩০ সালের আগেই ১০ হাজার কোটির দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব। পুতিনের দেশের শিল্পপতিদের প্রতি মোদীর বার্তা ছিল ‘মেক ইন ইন্ডিয়া’তে শামিল হওয়ার।

সোমবার বিনয়ের দাবি, গত অর্থ বর্ষে রাশিয়া থেকে ৬ হাজার ৮৭০ কোটি টাকার তেল আমদানি করা হয়েছে ভারতে। উল্লেখ্য, তিনি যে সময়ে দাঁড়িয়ে এই দাবি করছেন যখন আমেরিকা দাবি করছে, পুতিনের দেশ থেকে তেল আমদানি কমাতে কমাতে তা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত।

Advertisement
আরও পড়ুন