শাই হোপ। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ়। দু’বারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন শাই হোপ। আফগানিস্তানের বিরুদ্ধে গত সিরিজ় খেলতে পারেননি হোপ। ১৫ জনের দলে বেশ কয়েক জন অলরাউন্ডারকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ়।
টেস্ট বা এক দিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়কে এখন আর প্রথম সারির দল হিসাবে বিবেচনা করা হয় না। ২০ ওভারের ক্রিকেটে অবশ্য ক্যারিবিয়ানদের হালকা ভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। এ বারও শক্তিশালী দল বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের নির্বাচকেরা। শিমরন হেটমেয়ার, রোস্টন চেজ, জেসন হোল্ডার, শামার জোসেফ, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, রোমারিয়ো শেফার্ডের মতো সফল ক্রিকেটারেরা দলে রয়েছেন।
বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। তাদের গ্রুপেই ছিল বাংলাদেশ। তাদের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। গ্রুপের অন্য দলগুলি হল ইংল্যান্ড, নেপাল এবং ইটালি।
ওয়েস্ট ইন্ডিজ় দল: শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমেয়ার, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, কোয়ান্টিন স্যাম্পসন, জাইডেন সিলস, রোমারিয়ো শেফার্ড।