Himachal Snowfall

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতে বৃষ্টি! হিমাচল, কাশ্মীরে তুষারপাতের পরে আরও নামবে পারদ, বন্ধ থাকবে বহু রাস্তা

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় পার্বত্য অঞ্চলের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ওই অঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২৩:৫২
আটকে বহু পর্যটক।

আটকে বহু পর্যটক। ছবি: পিটিআই।

ভারী তুষারপাতের পরে শ’য়ে শ’য়ে পর্যটক আটকে পড়েছেন হিমাচল প্রদেশের মানালিতে। মানালি যাতায়াতের রাস্তায় দীর্ঘ যানজট। এর মধ্যেই মৌসম ভবন (আইএমডি) বলছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী দু’দিন বৃষ্টি, তুষারপাত হবে পশ্চিম হিমালয় অঞ্চলে। তাতে বিপর্যস্ত হতে পারে জনজীবন।

Advertisement

মৌসম ভবন বলছে, আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি, ঝড়, তুষারপাত হতে পারে উত্তর ভারতের কয়েকটি রাজ্যে। এমনকি, দিল্লি এবং এনসিআরেও নামতে পারে তাপমাত্রা। কিছু পার্বত্য এলাকায় নামতে পারে তুষারধস। হিমাচল, জম্মু ও কাশ্মীরে নতুন করে তুষারপাত হওয়ায় খুশি পর্যটকেরা। তবে স্থানীয় বাসিন্দাদের জীবন বিধ্বস্ত। রাস্তা বন্ধ, জল এবং বিদ্যুৎ সঙ্কটে সমস্যায় পড়েছেন তারা। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আগামী দু’দিন সেই ভোগান্তি আরও বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় পার্বত্য অঞ্চলের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ওই অঞ্চলের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন হালকা বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এনসিআরে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার হিমাচল প্রদেশ, লাদাখ, জম্মু ও কাশ্মীরে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে কুলুগামী রাস্তা বরফে ঢেকে বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা। সে কারণে পর্যটকদের বিকল্প রাস্তা ধরতে বলা হয়েছে। বন্ধ থাকতে পারে মণিকরণ-ভুন্টার সড়কও। উত্তরাখণ্ডে মঙ্গল এবং বুধবার হতে পারে তুষারপাত। এ সবের কারণে গোটা উত্তর ভারতে আরও জাঁকিয়ে পড়বে শীত। নামতে পারদ।

বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর ভারতে। বৃষ্টি বন্ধ হবে। রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে মধ্য ভারতে সে তাপমাত্রা আপাতত হেরফের হচ্ছে না। এর মধ্যেই আগামী ৩০ জানুয়ারি আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা নতুন করে ভোগাতে পারে উত্তর-পশ্চিম ভারতের বাসিন্দাদের। নতুন করে শুরু হতে পারে বৃষ্টি, তুষারপাত। সেজন্য বাসিন্দাদের আগেভাগেই সাবধান করেছে মৌসম ভবন।

তাতেই উদ্বেগে হিমাচল প্রদেশের বাসিন্দাদের একাংশ। সেখানে বহু রাস্তা বরফ পড়ে বন্ধ। সোমবার সোলাং নালা পর্যন্ত তিন নম্বর জাতীয় সড়ক থেকে বরফ সরানো হলেও সেখানে ভারী যান চলার অনুমতি এখনও মেলেনি। মানালির রাস্তায় রবিবার ছিল ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, লাহুল ও স্পিতি জেলায় এনএইচ-৩ (লেহ-মানালি) এবং এনএইচ-৫০৫ (কাজ়া-গ্রামফু)-সহ প্রায় ২৮২টি রাস্তা বন্ধ আছে। এ ছাড়াও, শিমলায় ২৩৪টি, মান্ডিতে ১১০টি, চাম্বায় ৭৮টি, কুলু জেলায় এনএইচ -৩০৫ (সৈঞ্জ-লুহরি-আউট)-সহ ৬৫টি, সিরমৌরে ৪১টি, কিন্নৌরে ১৮টি, কাংড়ায় ৪টি এবং উনা জেলায় ৩টি রাস্তা বন্ধ রয়েছে। তুষারপাতের কারণে রাজ্য জুড়ে প্রায় ১,৯৪২টি বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। এর মধ্যে শিমলা জেলায় ৭৮৯টি, সিরমৌরে ৩৫৪টি, মান্ডিতে ২৮৪টি, চাম্বায় ২৭৭টি, কুলুতে ১৭৪টি, লাহুল ও স্পিতিতে ২৭টি এবং সোলানে ২৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

Advertisement
আরও পড়ুন