ICC T20 World Cup 2026

বাংলাদেশের অবস্থানকে ‘ভণ্ডামি’ বলছে আইসিসি! বিশ্বকাপ বিতর্কে মুখ খুলল ক্রিকেটারদের বিশ্ব সংস্থা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আইসিসি বাদ দেওয়া উদ্বিগ্ন ডব্লিউসিএ। এই সিদ্ধান্ত ক্রিকেটের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে বলে মনে করছে ক্রিকেটারদের বিশ্ব সংস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২০:২৪
picture of cricket

আইসিসি সভাপতি জয় শাহ এবং বাংলাদেশ ক্রিকেট দল (পিছনে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না দেওয়ার যে সিদ্ধান্ত আইসিসি নিয়েছে, তাকে দ্বিচারিতা বলেছে পাকিস্তান। এ বার জানা গেল, খোদ বাংলাদেশের অবস্থানকেই ভণ্ডামি এবং দ্বিচারিতা বলেছে আইসিসি।

Advertisement

‘ক্রিকবাজ়’ ওয়েব সাইটের একটি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে ‘ভণ্ডামি’ বলেছে আইসিসি। বাংলাদেশ জানিয়েছিল, তারা নিরাপত্তার অভাব বোধ করায় ভারতে খেলতে আসতে পারবে না। আইসিসি নিজেদের রিপোর্টে উল্লেখ করেছে, গত বছর আরও বেশি নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ।

এ দিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ যাওয়ায় উদ্বিগ্ন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা ডব্লিউসিএ। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছে ক্রিকেটারদের বিশ্ব সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন ডব্লিউসিএর চিফ এক্সিকিউটিভ টম মোফাট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকাকে দুঃখজনক বলে জানিয়েছে ডব্লিউসিএ। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সরে যাওয়া এবং এর ফলে ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টে ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি উদ্বেগজনক। ক্রিকেটের পক্ষে এটা দুঃখজনক। বাংলাদেশের খেলোয়াড় এবং সমর্থকদের জন্যও দুঃখের। বিষয়টি নিয়ে গভীর ভাবে ভাবার প্রয়োজন রয়েছে। প্রতিটি দল এবং খেলোয়াড়ের সঙ্গে সম্মানজনক আচরণই ক্রিকেটকে আরও শক্তিশালী করতে পারে। যথাযথ এবং ধারাবাহিক সমর্থন প্রয়োজন। ন্যায্য শর্তে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হওয়া উচিত। সব দলের অংশগ্রহণ এবং অবদানে প্রতিযোগিতা সফল হলে তবেই সেরা ক্রিকেট পাওয়া যায়।’’

বিবৃতিতে তারা আরও বলেছে, ‘‘সম্প্রতি ক্রিকেটে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। যা নিয়ে ডব্লিউসিএ উদ্বিগ্ন। চুক্তিকে সম্মান করা হচ্ছে না, অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে কর্তাদের আলোচনাও ইতিবাচক হচ্ছে না। এগুলি এক ধরনের অবহেলার ইঙ্গিত। যেগুলি ক্রিকেটে থাকা উচিত নয়। এ সব আসলে বিশ্ব পর্যায়ে খেলাটির বর্তমান পরিচালন কাঠামোর গুরুতর সমস্যাগুলিকেই চিহ্নিত করে। এই সব সমস্যা উপেক্ষিত থাকলে আস্থা, ঐক্য এবং আমাদের প্রিয় খেলাটির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে।’’

ক্রিকেটের স্বার্থে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ক্রিকেটারদের বিশ্ব সংস্থা। ইতিবাচক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছে। কিছু বিষয় আত্মপর্যালোচনা প্রয়োজন বলেও জানিয়েছে ডব্লিউসিএ।

Advertisement
আরও পড়ুন