Doctor Missing

কাজে বেরিয়ে আর ঘরে ফেরেননি ‘ডাক্তার’! অপহরণের আশঙ্কায় শমসেরগঞ্জে উদ্বিগ্ন পরিবার

পরিবারের দাবি, বাড়ি থেকে রোগী দেখতে বার হয়েছিলেন তিনি। কিন্তু বেলা গড়িয়ে রাত হলেও তিনি আর ফেরেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২২:১৫

— প্রতীকী চিত্র।

গ্রামগঞ্জে তিনি ‘ডাক্তারবাবু’ নামেই পরিচিত। বছরের পর বছর ওই এলাকায় চিকিৎসা করছিলেন ওই হাতুড়ে ডাক্তার। কিন্তু গত এক দিন হদিস নেই তাঁর। রবিবার ঘর থেকে বেরিয়ে আর ফিরে না-আসায় ওই ব্যক্তির পরিবার উদ্বিগ্ন। চিকিৎসক অপহৃত হয়েছেন বলে আশঙ্কা করছেন কেউ কেউ। মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর–চাঁদনিদহ গ্রামের ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই ব্যক্তি আদতে হাতুড়ে চিকিৎসক বা ‘কোয়াক’। বিপদে-আপদে স্থানীয় মানুষ তাঁর কাছেই যেতেন। পরিবারের দাবি, নির্দিষ্ট দিনে বাড়ি থেকে রোগী দেখতে বার হয়েছিলেন তিনি। কিন্তু বেলা গড়িয়ে রাত হলেও তিনি আর ফেরেননি। দীর্ঘ ক্ষণ তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজন এবং পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও কোনও হদিস মেলেনি।

ঘটনার পর থেকেই ওই ব্যক্তির পরিবার দিশাহারা। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পরিবারের এক সদস্যের কথায়, ‘‘উনি তো কারও ক্ষতি করেননি। রোগী দেখতে বেরিয়ে আর ফিরলেন না কেন, কিছুই বুঝতে পারছি না। আমাদের ভয় হচ্ছে, কেউ কি ওঁকে তুলে নিয়ে গেল?’’ গ্রামের মানুষের একাংশের ধারণা, কোনও পুরনো শত্রুতা বা পেশাগত রেষারেষির জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ডায়েরি পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে। যে রাস্তা দিয়ে চিকিৎসক গিয়েছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তাঁর মোবাইলের টাওয়ারের অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন, ‘‘বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। খুব দ্রুত রহস্যের কিনারা হবে বলে আমরা আশাবাদী।’’

Advertisement
আরও পড়ুন