Australian Open 2026

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জোকোভিচ, আবার বিতর্কে সিনার, নজির শিয়নটেকের, ডাবলসে বিদায় ভারতের ভাম্বরির

প্রত্যাশা মতোই অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে পৌঁছেছেন বাছাই খেলোয়াড়েরা। কোয়ার্টার ফাইনালে উঠে নজির গড়েছেন ইগা শিয়নটেক। ওয়াকওভার পাওয়ায় বাড়তি বিশ্রাম পেলেন নোভাক জোকোভিচ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২১:৩০
Picture of Tennis

জয়ের পর ইগা শিয়নটেক। ছবি: রয়টার্স।

ওয়াকওভার পেয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডে জয় পেলেন দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনার, বেন শেলটন, লরেঞ্জো মুসেত্তিও। মহিলাদের সিঙ্গলসের শেষ আটে পৌঁছোলেন দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক-সহ এলিনা রাইবাকিনা, আমান্ডা অ্যানিসিমোভা এবং জেসিকা পেগুলা। পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে বিদায় নিলেন ভারতের ইউকি ভাম্বরি।

Advertisement

কোয়ার্টার ফাইনালের আগে অতিরিক্ত বিশ্রাম পেয়ে গেলেন ৩৮ বছরের জোকোভিচ। চতুর্থ রাউন্ডে তাঁর প্রতিপক্ষ চেচিয়ার ১৬ নম্বর বাছাই ইয়াকুব মেনসিক চোটের জন্য খেলতেই নামলেন না। তিনি নাম প্রত্যাহার করে নেওয়ায় বিনা লড়াইয়ে শেষ আটে চলে গেলেন জোকার। প্রিকোয়ার্টার ফাইনালে সহজ জয় পেলেন সিনার। তিনি ৬-১, ৬-৩, ৭-৬ (৭-২) ব্যবধানে হারালেন স্বদেশীয় ২২ নম্বর বাছাই লুসিয়ানো ডারডেরিকে। এ দিনও একটি বিতর্কে জড়িয়েছেন তিনি। রিস্ট ব্যান্ডের তলায় হুপ ট্র্যাকার (খেলার সময় শরীরের বিভিন্ন সূচক মাপা হয়। ক্রিকেটারদের কব্জিতেও থাকে।) পরে খেলতে নামেন। নজরে আসার পর চেয়ার আম্পায়ার সিনারকে সেটি খুলে ফেলতে বলেন। তা নিয়ে তর্কে জড়ান দ্বিতীয় বাছাই ইটালির তারকা। ট্র্যাতার খুলতে হলেও সিনারের পারফরম্যান্সে অবশ্য কোনও প্রভাব পড়েনি।

সোমবার দ্বাদশ বাছাই নরওয়ের ক্যাসপার রুড বিদায় নিলেন। তাঁকে ৩-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে দিলেন অষ্টম বাছাই আমেরিকার শেলটন। তবে বিদায় নিলেন আমেরিকার নবম বাছাই টেলর ফ্রিৎজ়। তিনি ২-৬, ৫-৭, ৪-৬ ব্যবধানে হারলেন পঞ্চম বাছাই ইটালির মুসেত্তির কাছে।

মহিলাদের সিঙ্গলসে প্রত্যাশা মতোই শেষ আটে পৌঁছে গেলেন শিয়নটেক। ৬-০, ৬-৩ ব্যবধানে তিনি উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার অবাছাই খেলোয়াড় ম্যাডিসন ইংলিসকে। একটি নজিরও গড়েছেন তিনি। গত ২৩ বছরের সবচেয়ে কম বয়সী মহিলা খেলোয়াড় হিসাবে টানা ছ’টি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন। এর আগে ২০০২-২০০৩ মরসুমে এই কৃতিত্ব ছিল সেরিনা উইলিয়ামসের।

পঞ্চম বাছাই কাজাস্তানের রাইবাকিনা ৬-১, ৬-৩ ব্যবধানে হারালেন ২১ নম্বর বাছাই বেলজিয়ামের এলিস মার্টেন্সকে। লড়াই করে জিততে হল চতুর্থ বাছাই আমেরিকার অ্যানিসিমোভাকে। তিনি চিনের অবাছাই খেলোয়াড় ওয়াং জ়িংইউকে হারিয়েছেন ৭-৬ (৭-৪), ৬-৪ ব্যবধানে। ষষ্ঠ বাছাই পেগুলা স্বদেশীয় নবম বাছাই ম্যাডিসন কিসকে হারিয়েছেন ৬-৩, ৬-৪ ব্যবধানে।

পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে বিদায় নিল ভাম্বরি এবং সুইডেনের আন্দ্রে গোরানসনের দশম বাছাই জুটি। তাঁরা ৬-৭ (৭-৯), ৩-৬ ব্যবধানে হারলেন ব্রাজিলের অবাছাই অরল্যান্ডো লুজ়-রাফায়েল ম্যাতোস জুটির কাছে।

Advertisement
আরও পড়ুন