Bombay High Court

রোজগেরে গিন্নিও বিবাহবিচ্ছেদের পরে খোরপোশ পাওয়ার অধিকারী! দিল্লির পর রায় দিল বম্বে হাই কোর্টও

নাগপুরের ওই যুবকের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। পরিবার আদালতের নির্দেশ, মাসে ১৫ হাজার টাকা করে খোরপোশ দিতে হবে প্রাক্তন স্বামীকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৪:০৫
Bombay High Court

ভরণপোষণ কি অধিকার? কী বলল বম্বে হাই কোর্ট? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্ত্রী রোজগেরে মানে এই নয় যে তিনি বিবাহবিচ্ছেদের পর খোরপোশ পেতে পারেন না। অবশ্যই পারেন। এক যুবকের আর্জি খারিজ করে এমনই মন্তব্য করল বম্বে হাই কোর্ট।

Advertisement

রোজগেরে হলেও বিবাহবিচ্ছেদের পরে স্বামীর কাছে স্ত্রী খোরপোশ দাবি করতে পারেন, এই মর্মে কয়েক মাস আগেই একটি রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট। এ বার বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চ একই রায় দিয়ে প্রাক্তন স্ত্রীকে ১৫ হাজার টাকা মাসোহারা দিতে বলল। বিচারপতি উর্মিলা জোশী ফালকের পর্যবেক্ষণ, ‘‘প্রাক্তন স্বামী যে আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন, তার আইনগত কোনও ভিত্তি নেই।’’

নাগপুরের ওই যুবকের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। পরিবার আদালতের নির্দেশ, মাসে ১৫ হাজার টাকা করে খোরপোশ দিতে হবে প্রাক্তন স্বামীকে। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বামী। আবেদনে তিনি জানান, তাঁর প্রাক্তন স্ত্রী পেশায় ফিজ়িয়োথেরাপিস্ট। তিনি যা উপার্জন করেন, তাতে ভালমতো দুই সন্তানকে নিয়ে থাকতে পারেন। খোরপোশের প্রয়োজন নেই। যদিও এই যুক্তি নাকচ করে দিয়েছে আদালত। আবেদন খারিজ করে বিচারপতির রায়, ‘‘স্ত্রী রোজগেরে হলেও তিনি খোরপোশ দাবি করতে পারেন। এবং সেই দাবি ন্যায়সঙ্গত।’’

দিল্লি হাই কোর্ট ঠিক একই রকমের একটি মামলার রায়দানের সময় বলেছিল, কোনও মহিলা যদি সন্তানের দেখাশোনার জন্য চাকরি ছেড়ে দেন, তিনিও ভরণপোষণ পাওয়ার অধিকারী। আর খোরপোশের পরিমাণ নির্ধারণের সময় স্ত্রীর উপার্জনের ক্ষমতা নয়, তাঁর প্রকৃত আয় কত, তা বিবেচনা করা উচিত।

Advertisement
আরও পড়ুন