SIR

সারা দেশে বিলি হয়েছে ৫০ কোটির বেশি এনুমারেশন ফর্ম! পশ্চিমবঙ্গে সংখ্যাটা কত? বাকি রাজ্যেই বা কী অবস্থা

কমিশনের পরিসংখ্যান বলছে, শনিবার পর্যন্ত দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৫০ কোটি ৭৩ লক্ষ ৫১ হাজার ৫৮৩ ভোটার এনুমারেশন ফর্ম পেয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৯:০৮
১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের কাজ কতটা এগোল, হিসেব দিল কেন্দ্র।

১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের কাজ কতটা এগোল, হিসেব দিল কেন্দ্র। — ফাইল চিত্র।

দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশন শনিবার পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত ওই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৫০ কোটির বেশি ফর্ম বিলি করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিলি করা হয়েছে সাত কোটির বেশি। লক্ষদ্বীপ এবং গোয়ার ভোটারদের জন্য যত ফর্ম ছাপানো হয়েছিল, সবটাই বিলি করা হয়ে গিয়েছে।

Advertisement

কমিশনের পরিসংখ্যান বলছে, শনিবার পর্যন্ত দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৫০ কোটি ৭৩ লক্ষ ৫১ হাজার ৫৮৩ ভোটার এনুমারেশন ফর্ম পেয়েছেন। যত ছাপানো হয়েছিল, তার ৯৯.৫৩ শতাংশই বিলি করা হয়ে গিয়েছে। ৪০ কোটি ২৫ লক্ষ ৩৫ হাজার ৮৪২ জন ভোটারের তথ্য ডিজিটাইজ় হয়ে গিয়েছে। অর্থাৎ যত জন পাবেন, তাঁদের ৭৮.৯৭ শতাংশের তত্য ডিজিটাইজ় হয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৫ লক্ষ ২৩ হাজার ৩৯৭ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। ৯৯.৮৫ শতাংশ ভোটার ফর্ম পেয়ে গিয়েছেন। ৯১.৭৭ শতাংশ ভোটারের তথ্য ডিজিটাইজ় হয়েছে। অর্থাৎ ৭ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৩৮৪ জনের তথ্য ডিজিটাইজ় হয়েছে। লক্ষদ্বীপ, গোয়ায় ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। লক্ষদ্বীপে ১০০ শতাংশ ফর্মের তথ্য ডিজিটাইজ়ও হয়ে গিয়েছে। কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে ৯৮ শতাংশের কিছু বেশি ফর্ম বিলি হয়েছে। পশ্চিমবঙ্গ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৯৯ শতাংশের বেশি ফর্ম বিলি হয়েছে। ডিজিটাইজেশনের কাজ সবচেয়ে কম হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ৬০.৯১ শতাংশ ফর্মের ডিজিটাইজেশন হয়েছে।

Advertisement
আরও পড়ুন