Air India Flight

ওড়ার আগেই এসি বিভ্রাট দিল্লি-সিঙ্গাপুর এয়ার ইন্ডিয়ার বিমানে! দু’ঘণ্টা অপেক্ষার পর নামিয়ে দেওয়া হল যাত্রীদের

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাত ১১টা নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই ২৩৮০ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগেই বিমানে বিদ্যুৎ সংক্রান্ত গোলযোগ এবং এসিবিভ্রাট দেখা দেয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫০
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

ওড়ার আগেই যান্ত্রিক গোলযোগ দেখা দিল এয়ার ইন্ডিয়ার বিমানে। বিমানের ভিতরে তখন বসে যাত্রীরা। এসিবিভ্রাট হওয়ায় বিমানের ভিতরেও অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, দু’ঘণ্টা অপেক্ষা করানোর পর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাত ১১টা নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই ২৩৮০ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগেই বিমানে বিদ্যুৎ সংক্রান্ত গোলযোগ এবং এসিবিভ্রাট দেখা দেয়। যাত্রীদের অভিযোগ, বিমানের ভিতরে গরমের মধ্যে তাঁদের অপেক্ষা করতে হয়। দু’ঘণ্টা অপেক্ষা করানোর পর সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। বিমানে ২০০ জন যাত্রী ছিলেন।

এই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। ওই বিবৃতিতে জানানো হয়েছে, এআই ২৩৮০ বিমানটির দিল্লি থেকে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগেই বিমানের কেবিনে কিছু সমস্যা হওয়ায় সেটি ছাড়তে দেরি হয়। যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। সব রকম ভাবে সহযোগিতা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৩৬ মিনিটে বিকল্প একটি বিমানে যাত্রীদের গন্তব্যের উদ্দেশে রওনা করানো হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখপ্রকাশও করেছে বিমান সংস্থাটি।

Advertisement
আরও পড়ুন