Bomb Hoax

প্রধানমন্ত্রীর সফরের আগে পঞ্জাবের ডেরা বল্লানে বোমা রাখার হুমকি-ইমেল! ভুয়ো তথ্য জলন্ধরের পাঁচ স্কুলেও

যে স্কুলগুলিতে হুমকি ইমেল গিয়েছে, সেখানে ছুটি ছিল শনিবার। হুমকি ইমেল পাওয়ার পরে প্রতিটি স্কুলে তল্লাশি চালানো হয়। ডেকে পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও। তবে সন্দেহজনক কিছুই মেলেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৮:০১
পঞ্জাবের জলন্ধরের বিভিন্ন জায়গায় বোমা লুকিয়ে রাখার হুমকি ইমেল যায় শনিবার। রবিবার সেখানে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

পঞ্জাবের জলন্ধরের বিভিন্ন জায়গায় বোমা লুকিয়ে রাখার হুমকি ইমেল যায় শনিবার। রবিবার সেখানে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। — প্রতীকী চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে বোমাতঙ্ক ছড়াল পঞ্জাবের জলন্ধরে ডেরা সচখণ্ড বল্লানে। রবিবার গুরু রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষে ডেরা বল্লানে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। তার আগের দিনই ইমেল করে বোমা থাকার হুমকি বার্তা পাঠানো হয় ডেরা বল্লানে। একই ধরনের হুমকি ইমেল যায় জলন্ধরের পাঁচ স্কুলেও। যদিও সেগুলি ভুয়ো তথ্য বলেই মনে করছেন আধিকারিকেরা।

Advertisement

আধিকারিক সূত্রে পিটিআই জানাচ্ছে, ওই পাঁচটি স্কুল এবং ডেরা বল্লানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ইমেলে। তবে আধিকারিকদের দাবি, প্রধানমন্ত্রীর সফরের জন্য ডেরা বল্লানে আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে। যে স্কুলগুলিতে হুমকি ইমেল গিয়েছে, সেখানে ছুটি ছিল শনিবার। হুমকি ইমেল পাওয়ার পরে প্রতিটি স্কুলে তল্লাশি চালানো হয়। ডেকে পাঠানো হয় বম্ব স্কোয়্যাডকেও। তবে সন্দেহজনক কিছুই মেলেনি।

জলন্ধরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিকের কথায়, প্রধানমন্ত্রীর সফরের আগে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই ওই ইমেলগুলি করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ঘটনাচক্রে গত বুধবারই চণ্ডীগড়ের বেশ কিছু স্কুলে এই ধরনের হুমকি ইমেল যায়। সেখানেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এ বার প্রধানমন্ত্রীর সফরের আগে জলন্ধরের বিভিন্ন স্কুলে বোমা থাকার হুমকি ইমেল পাঠানো হল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সেগুলি ভুয়ো তথ্যই। সাম্প্রতিক অতীতে অমৃতসর, পাতিয়ালা এবং হরিয়ানার অম্বালাতেও এ ধরনের গুজব ছড়ানোর ঘটনা ঘটেছিল। তবে শনিবার জলন্ধরের স্কুলগুলিতে কে বা কারা ওই হুমকি ইমেল পাঠিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। ডিজিটাল নথির সূত্র ধরে ওই ইমেলগুলির প্রেরককে চিহ্নিত করার চেষ্টা করছেন আধিকারিকেরা।

Advertisement
আরও পড়ুন