EU India Trade Deal

দু’টি কাঁটায় আটকে ইউরোপের সঙ্গে বাণিজ্য সমঝোতা! ভারত থেকে কী চায় ইইউ? বদলে কী এমন দাবি করেছে নয়াদিল্লি?

ভারত ও ইউরোপের বাণিজ্যিক সমঝোতা আটকে রয়েছে মূলত দু’টি গেরোয়। ইউরোপের দেশগুলি কিছু দাবি করেছে ভারতের কাছে। পরিবর্তে ভারতও কিছু দাবি করেছে। তা নিয়ে আলোচনা চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:০০
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতের আলোচনা চলছে অনেক দিন ধরেই। মনে করা হয়েছিল, শীঘ্রই জট কেটে যাবে। বাণিজ্য নিয়ে সমঝোতা হবে ভারত ও ইউরোপের দেশগুলির। কিন্তু কোথায় কী! সংবাদসংস্থা রয়টার্স ব্লুমবার্গের একটি রিপোর্ট উল্লেখ করে জানিয়েছে, আপাতত ইইউ-এর সঙ্গে ভারতের বাণিজ্যিক সমঝোতা হচ্ছে না। এমনকি, চলতি বছরের মধ্যেও তা চূড়ান্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Advertisement

রিপোর্টে দাবি, ভারত ও ইউরোপের বাণিজ্যিক সমঝোতা আটকে রয়েছে মূলত দু’টি গেরোয়। ইউরোপের দেশগুলি কিছু দাবি করেছে ভারতের কাছে। পরিবর্তে ভারতও কিছু দাবি করেছে। তা নিয়ে আলোচনা চলছে। ইউরোপ থেকে প্রচুর পরিমাণে গাড়ি ভারতে রফতানি করা হয়। ভারতের বাজার গাড়ির ব্যবসায় ইউরোপের লক্ষ্মী। কম শুল্কে এই রফতানিই আরও বৃদ্ধি করতে চায় ইইউ। সূত্রের খবর, গাড়ি রফতানির সংখ্যা আরও ৮০ হাজার বাড়াতে চেয়েছে তারা। অর্থাৎ, এই মুহূর্তে ইউরোপ যত গাড়ি ভারতে পাঠাচ্ছে, তার চেয়ে আরও ৮০ হাজার বেশি গাড়ি কম শুল্কে কিনতে হবে নয়াদিল্লিকে। ভারতীয় কর্তৃপক্ষকে এই দাবির কথা জানানো হয়েছে। এখনও তা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

ভারত থেকে ইস্পাতের সামগ্রী ইউরোপে রফতানি করা হয়। রিপোর্টে দাবি, সেই খাতে কিছুটা ছাড় চাইছে দিল্লি। কয়েকটি ইস্পাতের পণ্যে শুল্ক হ্রাসের দাবি জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের কাছে। সেই সঙ্গে কার্বন ট্যাক্স নিয়ে ইইউ-র যে নিয়ম রয়েছে, তা-ও কিছুটা শিথিল করার আবেদন জানিয়েছে ভারত। ইউরোপীয় ইউনিয়ন এখনও ভারতের এই দাবিগুলি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।

আমেরিকায় ক্ষমতার আসার পর শুল্ক নীতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পণ্যের উপর আমেরিকা চাপিয়েছে ৫০ শতাংশ শুল্ক। তার ফলে ভারত-মার্কিন বাণিজ্য ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য বজায় রাখা নয়াদিল্লির অন্যতম অগ্রাধিকার। আমেরিকায় চড়া শুল্কের কারণে যে সমস্ত পণ্য রফতানি করা যাচ্ছে না, সেগুলির বিকল্প বাজার ইউরোপে রয়েছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন— উভয় কর্তৃপক্ষের সঙ্গেই নাগাড়ে বৈঠক করছে ভারতীয় বাণিজ্য মন্ত্রক। অদূর ভবিষ্যতে এর সমাধানসূত্র বেরিয়ে আসবে, আশাবাদী নয়াদিল্লি।

Advertisement
আরও পড়ুন