INDIA-EU

‘মোদী ইউক্রেনে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছেন’, আমেরিকার অভিযোগ উড়িয়ে বলল ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৭
(বাঁ দিকে) উরসুলা ফন ডার লেন এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) উরসুলা ফন ডার লেন এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। ছবি: সংগৃতীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের অভিযোগ উড়িয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

উরসুলা বৃহস্পতিবার বলেন, ‘‘রাশিয়ার আগ্রাসী ভূমিকায় রাশ টানতে এবং শান্তির পথে এগিয়ে যেতে সাহায্য করার ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’’ ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির জন্য নয়াদিল্লির প্রচেষ্টা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে মোদীর নিয়মিত যোগাযোগকে স্বাগত জানিয়েছেন বলে উরসুলার দাবি। তিনি বলেন, ‘‘আমি এবং আন্তোনিও দু’জনেই বৃহস্পতিবার মোদীর সঙ্গে কথা বলেছি।’’ সেই সঙ্গে এক্স পোস্টে লিখেছেন, ‘‘জ়েলেনস্কির সঙ্গে ভারতের অব্যাহত যোগাযোগকে আমরা আন্তরিক ভাবে স্বাগত জানাই।’’

প্রসঙ্গত, গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো মস্কো-কিভ সংঘাতকে ‘মোদীর যুদ্ধ’ বলেছিলেন। তাঁর যুক্তি ছিল, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ রাখত তবে ইউক্রেনে ধারাবাহিক সামরিক অভিযান চালানোর মতো আর্থিক রসদ পেত না পুতিনের দেশ। কিন্তু মোদী তা না করে, ধারাবাহিক ভাবে রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে গিয়েছেন। প্রসঙ্গত, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ৩০ জুলাই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে অতিরিক্ত ও অনির্দিষ্ট একটি ‘জরিমানা’ (পেনাল্টি)-র কথাও জানিয়েছিলেন তিনি। তার পরে গত ৬ অগস্ট ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের উপর আরও ২৫ শতাংশ জরিমানা (অর্থাৎ মোট ৫০ শতাংশ) আরোপ করার কথা ঘোষণা করেন। গত ২৭ অগস্ট থেকে সেই শাস্তিমূলক শুল্ক কার্যকর হয়েছে।

Advertisement
আরও পড়ুন