Cyber fraud

ধার নিয়ে ৭ কোটি টাকা দিয়েছিলেন প্রতারকদের! ১২ পাতার সুইসাইড নোটে আর কী কী লেখেন পঞ্জাবের প্রাক্তন আইজি

ঘটনাস্থল থেকে ১২ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে অমর জানিয়েছেন, কী ভাবে তাঁকে ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন অভিযুক্তেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৫
পঞ্জাব পুলিশের প্রাক্তন আইজি অমর সিংহ চহল।

পঞ্জাব পুলিশের প্রাক্তন আইজি অমর সিংহ চহল। — ফাইল চিত্র।

সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে ৮.১ কোটি টাকা হারান পঞ্জাব পুলিশের প্রাক্তন আইজি অমর সিংহ চহল। তার মধ্যে সাত কোটি টাকা আত্মীয়, বন্ধুদের থেকে ধার করেছিলেন। পটীয়লার বাড়িতে নিজের বুকে গুলি চালানোর আগে ১২ পাতার সুইসাইড নোটে এমনটাই লিখেছেন অমর। সেই চিঠি পড়ে বিস্মিত পটীয়লা পুলিশ। অমর এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

ঘটনাস্থল থেকে ১২ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে অমর জানিয়েছেন, কী ভাবে তাঁকে ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন অভিযুক্তেরা। তিনি জানান, অনলাইনে বিনিয়োগ করানোর টোপ দিয়ে তাঁর থেকে ৮.১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অভিযুক্তেরা। হোয়াট্‌সঅ্যাপ এবং টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে মূলত তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। প্রতারকেরা তাঁর কাছে দাবি করেছিলেন, নামী আর্থিক সংস্থার সঙ্গে তাঁরা যুক্ত রয়েছেন।

পটীয়লার পুলিশ সুপার পালবিন্দর সিংহ চিমা জানান, অমরের এক বন্ধু থানায় খবর দিয়ে জানান, প্রাক্তন আইজি আত্মহত্যা করতে পারেন। এর পরেই সোমবার দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ পুলিশ অমরের পটীয়লার বাড়িতে যায়। সেখানে দেখে, নিজের বুকে গুলি করেছেন প্রাক্তন পুলিশকর্তা। তখনও তাঁর শ্বাস চলছিল। ঘটনার সময়ে বাড়ির অন্য ঘরে ছিলেন তাঁর পুত্র এবং পুত্রবধূ। অমরের অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর সঙ্কট কাটেনি।

১৯৯০ সালের আইপিএস অফিসার চিঠিতে লিখেছেন, প্রতারকেরা প্রতিশ্রুতি দিয়েছিল, বিনিয়োগ করলে বড় অঙ্কের টাকা ফেরত পাবেন। প্রথমে যখন ছোট অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন, তখন তা ফেরত পেয়েছিলেন। আর তাতেই আস্থা জন্মেছিল তাঁর। এর পরে প্রায় আট কোটি টাকা প্রতারকেদের দিয়ে দিয়েছিলেন তিনি। তার মধ্যে এক কোটি টাকা ছিল তাঁর। বাকি সাত কোটি টাকা আত্মীয়-বন্ধুদের থেকে ধার করেছিলেন। কিন্তু সেই টাকা আর ফেরত পাননি। অমর জানান, তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে এই প্রতারণার বিষয়ে জানিয়েছিলেন। তদন্তের আর্জিও জানিয়েছিলেন। তবে পঞ্জাব পুলিশ জানিয়েছে, থানায় অমর কোনও অভিযোগ দায়ের করেননি।

সুইসাইড নোটে অমর আশঙ্কা প্রকাশ করেছেন, তিনি এত টাকা হারানোয় আর্থিক সঙ্কটের মুখে পড়তে পারে তাঁর পরিবার। তবে এই ঘটনায় তাঁর পরিবারের কেউ জড়িত নন বলেও জানিয়েছেন প্রাক্তন পুলিশকর্তা। নিজের এই কাজের জন্য বার বার আফসোসও করেছেন।

Advertisement
আরও পড়ুন